ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

মালয়েশিয়ায় ওয়ার্কারদের কল্যাণে মাইশা গ্রুপের ইফতার মাহফিল

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(১ মাস আগে) ১০ মার্চ ২০২৫, সোমবার, ১২:১১ অপরাহ্ন

mzamin

পবিত্র রমজান উপলক্ষে মাইশা গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে প্রবাসী তথা তাদের নিজস্ব ওয়ার্কারদের কল্যাণে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের জালান জাম্বু আরাংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মাইশা গ্রুপের ওয়ার্কার, সাধারণ প্রবাসী, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ-শিক্ষক এবং কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও হেফজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রমজানের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামের আলোকে সংযম, সহমর্মিতা, কায়িক পরিশ্রম ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন, মসজিদের ইমাম ও মাদ্রাসার উস্তাদ-শিক্ষকরা।

প্রবাসী তথা তাদের নিজস্ব ওয়ার্কারদের কল্যাণে এমন বিশেষ ইফতার মাহফিল প্রসঙ্গে মাইশা গ্রুপের এমডি, মিন্টু এমডি ইসহাক বলেন, ‘আমাদের কর্মীদের কল্যাণে আমরা সবসময়ই যত্নবান। প্রতিবছর রমজান উপলক্ষে প্রায় ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশি তথা স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করে থাকি। এর মাধ্যমে আমি মনে করি, সারা বছর কাজ করার পর তাদের আত্মিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষভাবে জরুরি। আর তারই অংশ হিসেবেই আমাদের এ আয়োজন।’

ইফতার মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কোম্পানির সমৃদ্ধি এবং কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়। মাইশা গ্রুপ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান এবং রমজানের এই পবিত্র সময়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status