ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শহীদের মেয়ের ধর্ষককে গ্রেপ্তারে নাহিদের আল্টিমেটাম

পটুয়াখালী প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, শুক্রবার
mzamin

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদের মেয়েকে ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ধর্ষণের শিকার ভিকটিম  ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়ার পর হাসপাতাল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে শহীদ পরিবারের সদস্যরা রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে রয়েছেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। এসব পরিবারগুলোকে নিরাপত্তা দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামি গ্রেপ্তার ও তদন্ত সুষ্ঠুভাবে এগিয়ে না নিলে রাজপথে কর্মসূচি প্রদানের ঘোষণা দেন তিনি। পরিবারটির পাশে থেকে মামলা পরিচালনাসহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময়  এনসিপি‘র যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ারসহ কেন্দ্রীয় নেতারা, জেলা-উপজেলার নেতৃবৃন্দ, চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে তিনি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার  মো. আনোয়ার জাহিদের সঙ্গে সাক্ষাত করে মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে দুমকি উপজেলার পাংশিয়া ইউনিয়নের পাংশিয়া গ্রামে জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status