বাংলারজমিন
ফসলের জাত উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয়ের চুক্তি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২১ মার্চ ২০২৫, শুক্রবারবিভিন্ন ফসলের জাতের উন্নয়ন এবং তাদের বাণিজ্যিকীকরণ বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এর সঙ্গে গ্রামীণ ইউগ্লেনা’র একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ইউগ্লেনা জিজি লিমিটেডের কো-সিইও শিওরি অনিশি (এমএস)। পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক এবং রেজিস্ট্রার। উচ্চফলনশীল ব্ল্যাক সয়াবিনের জাত উন্নয়নের জন্য গ্রামীণ ইউগ্লেনা এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সাথে যৌথ গবেষণার অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছে। এ চুক্তির উদ্দেশ্য হলো কৃষি ক্ষেত্রে বিভিন্ন ফসলের বিশেষ করে সয়াবিন, তিলসহ তৈলবীজ জাতীয় ফসলের উন্নয়ন এবং সেই জাতগুলোর বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও যথাযথ উদ্যোগ গ্রহণ করা। সেই সাথে উল্লিখিত জাতসমূহের উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ এবং কৃষকরা যাতে অধিক লাভবান হতে পারেন সেসব বিষয়ে দৃষ্টিপাত করা হয়। গবেষণায় বিভিন্ন ফসলের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তাদের সাফল্য নিয়ে বিশ্লেষণাত্মক চিত্রও তুলে ধরেন ড. মান্নান।