বাংলারজমিন
সিরাজগঞ্জে নিখোঁজ চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, শুক্রবারসিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের ৫ দিন পর ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতবিার বিকেলে উপজেলার বৈকুন্ঠপুর ভেড়াদহ ব্রীজের খালের কচুরিপানার ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো, রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর বাজার থেকে তারা নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের কোন সন্ধান না পেয়ে গত (১৭ মার্চ) নিখোঁজ অভিযোগে থানায় জিডি করে। নিখোঁজের ৫ দিন পর আজ বিকেলে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।