বিশ্বজমিন
এবার মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দেয়ার নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ভেঙে দেয়ার নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দীর্ঘদিনের লালিত লক্ষ্য পূরণ করলেন তিনি। বিভাগটির ব্যাপক ব্যর্থতার কথা উল্লেখ করে শিক্ষাসংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। যতদ্রুত সম্ভব বিভাগটি বন্ধ করে দেয়ার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, জানি বিভাগটি বন্ধ করতে কংগ্রেসের পদক্ষেপের প্রয়োজন তবুও যত দ্রুত সম্ভব সেটি বন্ধ করে দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এই আদেশে ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী লিন্ডা ম্যাকমাহনকে বিভাগটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে, যা কংগ্রেসের মাধ্যমে অনুমোদিত হতে হবে। যদিও এই বিভাগের বন্ধ ঠেকাতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ রয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের স্কুল ডেস্কে শিশুদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন ট্রাম্প। সেখানেই তিনি শিক্ষা বিভাগ বন্ধের আদেশে সই করেছেন। প্রেসিডেন্ট বলেছেন, অন্য যেকোনো দেশের তুলনায় আমেরিকা শিক্ষায় অনেক বেশি অর্থ ব্যয় করছে। তবুও তালিকা অনুযায়ী আমেরিকার শিক্ষার্থীরা অনেক নিচে। হোয়াইট হাউস জানিয়েছে যে, আইনি সীমার মধ্যে থেকেই বিভাগের কিছু অংশ বাদ দেয়ার পদক্ষেপ নেবে ট্রাম্পের প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ফেডারেল সরকারের আকার সংকুচিত করতে গিয়ে যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে- শিক্ষা বিভাগের ক্ষেত্রেও তেমন বাধার মুখোমুখি হতে পারে। স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী লিন্ডার বেশ প্রশংসা করেন ট্রাম্প। শিক্ষা বিভাগে নিজ পরিকল্পনা বাস্তবায়ন করতে লিন্ডার উপরই ভরসা করেছেন তিনি।
ট্রাম্প আদেশে স্বাক্ষর করার পর বিভাগটি বন্ধ করার লক্ষ্যে আইন আনার পরিকল্পনা ঘোষণা করেন লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি। সিনেটে রিপাবলিকানরা ৫৩-৪৭ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে আদেশটি পাশ হয়নি। কেননা কোনো সরকারি বিভাগ বন্ধ করতে সিনেটে ৬০ ভোটের প্রয়োজন। ফলত ট্রাম্পের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মধ্যে আটকা পড়েছে। নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধ করে দেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সে লক্ষ্য পূরণ করতেই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন তিনি। স্বাক্ষর অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেছেন, আমি ফেডারেল শিক্ষা বিভাগকে একবারে নির্মূল করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবো। এটা অদ্ভুত শোনাচ্ছে, তাই না? শিক্ষা বিভাগ, আমরা এটি নির্মূল করতে যাচ্ছি এবং সবাই জানে এটি সঠিক। ডেমোক্রেটরাও জানে এটি সঠিক।