খেলা
ভিনিসিয়ুসের ৯৮ মিনিটের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, শনিবার
বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের লড়াইয়ে হোঁচট খেতে বসেছিল ব্রাজিল। তবে শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের চোখ ধাঁধানো গোলে জয় পায় সেলেসাওরা। গতকাল নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের শুরুতে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে স্কোরে কোনও পরিবর্তন আসছিল না। ১-১ গোলে ড্রয়ের বেশ কাছে ছিল ম্যাচটি। দ্বিতীয়ার্ধে দারুণ সব সেভে ব্রাজিলিয়ানদের হতাশা বাড়ান কলম্বিয়ার গোলকিপার ক্যামিলো ভারগাস। কিন্তু ইনজুরি টাইমের নবম মিনিটে রাফিনহার ছোট পাস ধরে বক্সের বাইরে থেকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। ভারগাস বলের গতিপথের দিকেই ঝাঁপ দেন। কিন্তু বল নাগালে ছিল না। তার বাঁ পাশ দিয়ে বাতাসে ভেসে বল জালে জড়ায়। ওই গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ম্যাচ শেষে ভিনি বলেন, ‘দলের পারফরম্যান্সে খুব খুশি আমি । জয়টা আমাদের প্রাপ্য ছিল। গোলটাও আমার প্রাপ্য ছিল। আজকের গোলটি আসলে স্বস্তির, সুখেরও। জাতীয় দলের হয়ে খেলার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যতবারই খেলি, মনে হয় প্রথমবার।’
আগের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে জিতে টেবিলের শীর্ষ চারে উঠে গেলো তারা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়েকে টপকে দুইয়ে ব্রাজিল। শীর্ষ দল আর্জেন্টিনার (২৫) চেয়ে এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পেছনে তারা। এদিন ম্যাচের শুরুতে, চতুর্থ মিনিটে কলম্বিয়ার পেনাল্টি বক্সে ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। বল নিয়ে বক্সে ঢোকার পর তাকে ফেলে দেন কলম্বিয়ার রাইট ব্যাকের খেলোয়াড় ড্যানিয়েল মুনোজ। পেনাল্টি থেকে ষষ্ঠ মিনিটে রাফিনহা ডান পায়ের শটে গোল করেন। রক্ষণের ভুলে বিরতির আগে গোল হজম করে ব্রাজিল। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের বক্সের মধ্যে বলের দখল হারায় তারা। হামেস রদ্রিগেজের বাড়ানো বলে বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে ৪১ মিনিটে সমতা ফেরান লুইজ দিয়াজ। বিরতি থেকে ফিরে ৫৫তম মিনিটে রাফিনহার শট সেভ করেন ভারগাস। এতে দারুণ একটি সুযোগ হারায় ব্রাজিল। পরের দশ মিনিটে কলম্বিয়া গোল করে। তবে গোল বিল্ডআপের মুহূর্তে ব্রাজিলিয়ান কিপার আলিসনকে এক খেলোয়াড় আঘাত করায় সেই গোল বাতিল করা হয়।