অনলাইন
আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি এনসিপির
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৯:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৯ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হয়েছে। কিন্তু গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল।
নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা, শাপলা চত্বর, আগ্রাসনবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, ক্রসফায়ার, জুলাই হত্যাকাণ্ডের বিচারের কার্যকরী অগ্রগতি না হওয়ার আগে এরকম বক্তব্য অনাকাঙ্ক্ষিত।
তিনি বলেন, আওয়ামী লীগের দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল ও মতাদর্শ থেকে আওয়ামী লীগ রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে।
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা আমরা শুনে থাকি। অভ্যুত্থানের পর খুনি হাসিনা গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছে। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনাতো দূরের কথা, আওয়ামী লীগের ভেরিফাইড পেইজে বক্তব্য প্রদানের সুযোগ করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। ৫ই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে’।
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এটা সাধারণ মানুষের দাবী
আওয়ামীলীগের নিবন্ধন ২০ বছররের জন্য নিষিদ্ধ করা হোক।
আওয়ামী লীগকে সত্বরই নিষিদ্ধ করে সর্বোচ্চ ৬০-দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে,নচেৎ আগ্রাসী ভারত আমাদের নিয়ে আওয়ামী নির্ভর ষড়যন্ত্র পাকাপোক্ত করবে।
হাসিনা ভারতে রাজনীতি করুক। এখানে নয়।
Piche nai Bangladesh er jonogon, nijera niherai sob chay
সহমত