ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

মালদ্বীপে প্রবাসীদের সম্মানে হাইকমিশনের ইফতার মাহফিল

এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি

(১ মাস আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৩:২৯ অপরাহ্ন

mzamin

পবিত্র মাহে রমজানে প্রতিবারের মতো এবারও মালদ্বীপে প্রবাসীদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২১মার্চে) ২০২৫  দেশটিতে অবস্থানরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে দূতাবাস ভবনেই এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার পূর্বে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা সহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। একইসাথে আগত  প্রবাসীদের সঙ্গে সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়েও আলোচনা করেন, ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ সোহেল পারভেজ ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান,  এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেড এর সিইও মাকসুদুর রহমান,  ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের সিইও মো:  বাবুল হোসেন,  ষ্টার এপিয়ারেলস ইনভেস্টমেন্ট প্রাইভেট  লিমিটেড সিইও মোঃ আলতাফ হোসেন, মুক্তার হোসেন।  এছাড়াও এতে রাজধানী  মালের আশপাশের শহরে অবস্থানরত সাধারণ প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বাংলাদেশি ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।  

ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রবাসীর উদ্দেশ্যে ভারপ্রাপ্ত হাইকমিশনের মোঃ সোহেল পারভেজ বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ন রেখে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান করেন।  একই সাথে মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসীদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখার অনুরোধ জানান। এবং আগামীতেও এঅনুষ্ঠানের  এ ধারা অব্যাহত রাখার কথা বলেন তিনি

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status