ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের উচ্ছ্বাস

আবুল হোসেন আসাদ, লিসবন থেকে

(১ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৩ অপরাহ্ন

mzamin

২২ মার্চ ২০২৫ পর্তুগালের রাজধানী লিসবনের দিজাজ রেষ্টুরেন্টের হল রুমে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীদের সম্মানে এক ইফতার  মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে পর্তুগাল প্রবাসী স্বনামধন্য ব্যবসায়ী ,সামাজিক ,রাজনৈতিক ,আঞ্চলিক নেতৃবৃন্দসহ দেশী বিদেশি অতিথিরা  উপস্থিত হন। 

সাবেক ও বর্তমান সাধারন সম্পাদক শহীদ আহমদ প্রিন্স ও এনামুল হকের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং পবিত্র কোরআন উল কারীম তেলাওয়াত করেন মার্তিম মনিজ বড় মসজিদের ছানী ইমাম ও খতিব মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক  আমিরুল ইসলাম নয়ন।

সংগঠনের সভাপতি রনি মোহাম্মদ তার সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের আগামীর পথচলা ও নতুন বাংলাদেশের স্বাপ্নিক আশাবাদের কথা তুলে ধরেন। সাবেক সভাপতি রাসেল আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন প্রেসক্লাব শুধু একটি সামাজিক সংগঠনই নয় এটি পর্তুগাল প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সুখ দু:খের সাথী এবং তাদের কন্ঠস্বর। বিগত করোনাকালীন অতিমারির সময়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তার সামাজিক কর্মকান্ডের মাধ্যমে পর্তুগাল সরকারের ভুয়সী প্রশংসা পেয়েছে। 

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস পর্তুগাল -এর দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার, কর্মকর্তা শাহাবুদ্দিন,পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, ব্যবসায়ী নেতা আব্দুল হাকিম মিনহাজ,সাইফুল হক,মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, তরুণ উদ্দোক্তা আহমেদ লিটন ও রনি হোসাইন, মুরারিয়া বিজনেস ফোরামের আহবায়ক আমিনুল ইসলাম এবং সদস্য সচিব মাসুম আহমদ, শিপলু আহমেদ, ইকবাল আহমদ কাঞ্চন, মিলন বেপারী, আবুল কাশেম, হাফিজ মুস্তাফিজুর রহমান, শাহীন আহমদ। 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এস এম আজাদ ,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ সম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দীন, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, আর এ এহছান, চৌধুরী আকবর এবং যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন আসাদ প্রমুখ।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status