ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ফুটবলারদের আড়ালে রাখতে চাইছেন কাবরেরা

স্পোর্টস রিপোর্টার শিলং (ভারত) থেকে
২৪ মার্চ ২০২৫, সোমবার
mzamin

সকাল থেকেই শিলংয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঠাণ্ডাও অনেক। সাত সকালে সেন্ট্রাল শিলংয়ে পুলিশ বাজারে দেখা মিললো বেশ কয়েকজন ফুটবলারের। নাস্তা করে তারা একটু হাঁটতে বেরিয়েছেন। তবে রাকিব, মোরসালিন, ইব্রাহিম কেউই কথা বলতে চাইছিলেন না। সাংবাদিক দেখে শুরুতে এগিয়ে আসলেও পরক্ষণেই হাঁটার গতি বাড়িয়ে দিলেন তারা। তাদের এমন আচরণের পেছনের কারণ হাভিয়ের কাবরেরা। এই স্প্যানিশ কোচ সাংবাদিকদের সঙ্গে কথা বলায় বিধি নিষেধ আরোপ করে রেখেছেন। তাই ইচ্ছে থাকা স্বত্ত্বেও ইব্রাহিম রাকিবরা খুব বেশি কথা বললেন না। অনুশীলনেও নির্ধারিত দুই এক জন ছাড়া কারো সঙ্গে কথা বলা যাচ্ছে না। এমনকি টিম হোটেলেও সাংবাদিকদের অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছেন কাবরেরা। 

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ৫ই আগস্ট সরকারের পট পরিবর্তনের পর সেই উত্তেজনায় বাড়তি রসদ যোগ হয়েছে ভারত বিরোধিতায়। তাই বাংলাদেশ ভারতের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবলপ্রেমীদের। এই ম্যাচ কাভার করতে শিলংও ছুটে এসেছে একঝাঁক সাংবাদিক। যথারীতি তাদের কাছ থেকে ফুটবলারদের আড়ালে রাখতে চেষ্টা করছেন হাভিয়ের কাবরেরা। বাফুফে থেকে অনুরোধ করা হয়েছে শিলংয়ে জাতীয় দলের অনুশীলন চলাকালে কোনও মাধ্যমেই যেন তা সরাসরি সম্প্রচার না করা হয়। সাংবাদিকদের জন্য শুধু অনুশীলনের শুরুর ১৫ মিনিট বরাদ্দ হয়েছে। সে সময়ে শুধু বল নিয়ে নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া ছাড়া খেলোয়াড়রা অন্য ট্যাকটিক্যাল কিছু করেন না বললেই চলে। গতকালই অনুশীলনে একই দৃশ্য দেখা গেছে। এছাড়া বাংলাদেশ টিম হোটেলে কোনও ধরনের পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ করা হয়েছে। কোচ চাইছেন নিবিড় অনুশীলন। অনুশীলনের বাইরে নির্দিষ্ট ফুটবলার ছাড়া অন্য কেউ যেন ফোনে কিংবা অন্যভাবে কথা বলতে না পারেন, তার জন্য আগে থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা। বিশেষ করে ফাহামিদুল ইসলামকে কেন্দ্র করে যা ঘটেছে, তা নিয়ে বিব্রত অনেকেই। তাই রাস্তায় দেখা হওয়ার পরও কথা বলতে চাইলেন না রাকিব হোসেন। শুধু বললেন ভাই কোচের বারণ আছে। অনেক অনুরোধের পর জানালেন কোচ কেন তাদের বারণ করেছেন। এই ফরোয়ার্ড বলেন, ‘সাম্প্রতিক সময়ে ফাহামিদুলকে নিয়ে নিউজ হয়েছে। যার প্রভাব পরেছে খেলোয়াড়দের মাঝে। দলের ভেতরের কথা বাইরে আসাতেই ক্ষুব্ধ হয়ে কোচ মিডিয়ায় কথা বলতে বারণ করেছেন।’ তবে ইব্রাহিম কোন রাখডাক রাখেননি। তিনি বলেন, ‘কোচ চাইছেন আমাদের সকল মনোযোগ যাতে ম্যাচের দিকেই থাকে। তাই মিডিয়ায় কথা বলতে বারণ করেছেন। তবে আপনাদের কাছ থেকে আমাদের আড়াল করে রাখছেন এটা ঠিক না।’ গতকাল বাংলাদেশ দলের অনুশীলন ছিল বিকাল ৪টায়। বৃষ্টির মধ্যে ৪টার অনেক আগে থেকেই প্যাকটিস ভেন্যু শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে হাজির হন বাংলাদেশ থেকে এই ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকরা। সেখানেও কাবরেরা চেষ্টা করেন সাংবাদিকদের কাছ থেকে যতদুর সম্ভব তার শিষ্যদের আড়ালে রাখতে। কাল মিডিয়ার সামনে হাজির হয়েছিলেন ইব্রাহিম ও তপু বর্মণ। তারা জানিয়েছেন তারা তৈরি আছেন ভারত ম্যাচের জন্য। আর কোচ যা করছেন তাদের ভালোর জন্য করেছেন।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status