ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

জুলাই আন্দোলনে আহতদের সব সময় পাশে থাকবো: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৩ অপরাহ্ন

mzamin

জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার রাজধানীর সেনামালঞ্চে আন্দোলনে আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, আজকে আমরা এই আহত যোদ্ধাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। এর উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দেয়া যে, আমরা সব সময় তাদের পাশে থাকবো, তাদের সাথে থাকবো। 

সেনাপ্রধান বলেন, এখানে ব্যবসায়ী এবং উদ্যোক্তারা আছেন, ব্যাংকার্সরা উপস্থিত রয়েছেন, তারা সবাই টাকা দিয়েছেন। ডিজিএফআই টাকা দিয়েছে, এসএসএফ আপনাদের জন্য অর্থ দান করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে টাকা খরচ করা হচ্ছে। এই চেষ্টা আমাদের সব সময় জারি থাকবে। আমাদের চেষ্টা থাকবে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আপনারা মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা এই জাতির কৃতী সন্তান। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। 
তিনি বলেন, আহতদের অনেকেই চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। ৪২০০ জনের উপরে আহতদের আমরা চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। এটা সব সময় জারি থাকবে ইনশাআল্লাহ।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

পাঠকের মতামত

আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করি। আশা করি তারাও যেন আমাদের সে বিশ্বাস অটুট রাখেন।

Azizur Rahman
২৪ মার্চ ২০২৫, সোমবার, ৮:৩৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status