অনলাইন
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগ
খুলনা বিভাগের ৭৪ সাংবাদিকের সন্তানের শিক্ষাবৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৯ অপরাহ্ন

খুলনা বিভাগের অসুস্থ, দুস্থ ও চাকরিচ্যুত বেকার সাংবাদিক ও তাদের সন্তানদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার সকালে যশোর সার্কিট হাউজের সভাকক্ষে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করেন।
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।
এছাড়া বিএফইউজের সাবেক সহসভাপতি ও দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো চিফ রাশেদুল ইসলাম, সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক মানবজমিনের যশোরের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, যশোর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের দেশ পত্রিকার যশোর ব্যুরো চিফ আহসান কবির বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় কর্মরত অসহায়, দুস্থ ও অসুস্থ সাংবাদিকদের আর্থিক ও চিকিৎসা সহায়তা এবং এসব জেলার সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়।