খেলা
এল ক্লাসিকোতে প্রথমবার হেরে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ বার্সেলোনা!
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১:৩৭ অপরাহ্ন

অবশেষে এল ক্লাসিকোতে থামলো বার্সেলোনার জয়যাত্রা। চিরপ্রতিদ্বন্দ্বী কাতালানদের বিপক্ষে প্রথমবার জয়ের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। লিগা এফ -এর ম্যাচে রোববার বার্সার মেয়েদের তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে রিয়ালের মেয়েরা। এর আগের ১৮ বারের দেখায় সবকটিতেই জয় তুলে নেয় বার্সা। ম্যাচ শেষে কাতালানদের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস জানান, তারা মানসিকভাবে বিপর্যস্ত!
১৯ বারের চেষ্টায় এবারই প্রথমবার সাফল্যের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে রোববারের অলিম্পিক স্টেডিয়ামের ফলাফল স্বাগতিকদের জন্য অঘটনই বটে।
বিরতির কিছুক্ষণ আগেই আলবা রেদানদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। মাঠে ফিরে ৬৭তম মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর হার্না ফার্নান্দেজ রিয়ালের জালে একবার বল পাঠালেও অফসাইডে বাতিল হয় সেটি। নির্ধারিত সময়ের মিনিট তিনেক আগে ক্যারোলিন উইয়ারের গোলে ফের লিড পেয়ে যায় সফরকারী মেয়েরা। যোগ করা সময়ে এই স্কটিশ ফরোয়ার্ড আরেকটি গোল করলে ৩-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। ম্যাচের পর বার্সার তারকা ফুটবলার পুতেয়াস বলেন, ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত। লেভান্তের কাছে ঘরের মাঠে হারার পর যেমন লাগছিল, আজ তেমনই খারাপ লাগছে। তবে এটিই খেলা, হারবেন, জিতবেন অথবা ড্র করবেন। সব সময় জিতবেনই, এমন তো কোনো নিশ্চয়তা নেই।’ কাতালান মেয়েদের মানসিকভাবে বিপর্যস্ত হওয়াটা স্বাভাবিক। কেননা তাদের সামনে রিয়াল মাদ্রিদ ফেমেনিনো তো বলতে গেলে শিশুই। নারী ফুটবলে বার্সেলোনার জন্ম হয় ১৯৭০-এ। আর অল হোয়াইটরা তাদের নারী দলের প্রতিষ্ঠা করে এইতো সেদিন, ২০২০-এ। সেটিও আবার ২০১৪তে জন্ম নেয়া সিডি তাকোন নামের একটি ক্লাবকে অধিগ্রহণ করে। বার্সেলোনার মেয়েরা চ্যাম্পিয়নস জিতেছে ৩ বার, লা লিগা শিরোপা জিতেছে রেকর্ড ৯ বার। সবশেষ টানা ৫ বার লীগ জিতেছে কাতালান মেয়েরাই।
অন্যদিকে রিয়ালের নারী দলের ঝুলি এখনও ফাঁকা। যদিও এদিনের হারের পর রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে সবার উপরে বার্সাই। সমপরিমাণ ২৩ ম্যাচে ৫৯ পয়েন্টে দুইয়ে রিয়াল। সমৃদ্ধ ইতিহাস থাকলেও চলতি মৌসুমে এর আগে আরও একবার হোঁচট খেয়েছে বার্সেলোনা। শেষবারের ট্রেবলজয়ীরা টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে হারে লেভান্তের কাছে। নিজেদের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে সেটিই ছিল স্বাগতিকদের প্রথম হার।