খেলা
আর্জেন্টিনার সঙ্গে ‘শক্তির কোনো ফারাক নেই’ ব্রাজিলের
স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
রাত পেরোলেই মুখোমুখি ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনা। বুয়েনস আয়ার্সে ১ পয়েন্ট পেলেই মূল পর্বের টিকিট পেয়ে যাবে স্বাগতিকরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে সুপার ক্লাসিকো’র দু’দলকে এক পাল্লায় মাপছেন ম্যাথিউস কুনহা। এই সেলেসাও মিডফিল্ডাদের মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে নিজেদের স্কোয়াডের শক্তির তেমন একটা পার্থক্য নেই। ২০২২ কাতার বিশ্বকাপটা স্বপ্নের মতো কেটেছে আর্জেন্টিনার। এরপর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের সময়টাও দারুণ কাটছে আলবিসেলেস্তেদের। লিওনেল মেসি, পাওলো দিবালা আর লাউতারো মার্টিনেজ চোটে ছিটকে পড়ায় ধার হারিয়েছে আক্রমণভাগ। তবুও জয়ের ধারায় রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ ম্যাচে উরুগুয়েকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে মূল পর্বের একদম দ্বারপ্রান্তে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নিজেরা মাঠে নামার আগেই বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে আর্জেন্টাইনরা। আগের ম্যাচে বলিভিয়ার মাঠে খেলতে নামবে উরুগুয়ে। সে ম্যাচে স্বাগতিকরা জিততে ব্যর্থ হলেই মূল পর্বের টিকিট পাবে আর্জেন্টিনা। অন্যদিকে সেলেসাওরা নিজেদের মেলে ধরতে পারছে না একদমই। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। গত কোপা আমেরিকায় নকআউট পর্বের প্রথম ধাপ থেকেই বিদায় নেয় হেরে। এবারের আন্তর্জাতিক বিরতি জয় দিয়েই শুরু করে ব্রাজিলিয়ানরা। তবে সেই জয়সূচক গোলটির জন্য ৯৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন অবস্থায় মুখোমুখি দু’দল। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় সেখানেও এগিয়ে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টাইনরাই। ৭ পয়েন্ট কমে তিনে ব্রাজিল। মাঠের খেলায় আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও তা মানতে নারাজ সেলেসাওদের মিডফিল্ডার মাতেউস কুনহা। রোববার সংবাদ সম্মেলনে এই ২৫ বছর বয়সী ফুটবলার বলেন, ‘তাদের মান যতটা উঁচু, ঠিক ততটাই উঁচু আমাদের..। মাঠে প্রবেশ করা মাত্রই তাদের সম্মান পাব জানি। মাঠে নামার আগে (কোনো দলের) এগিয়ে থাকার মতো কিছু আমি অনুভব করি না। ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই হবে এবং আমরা জয়ের জন্য সম্ভাব্য সব কিছু করব।’ ২০২১-এর শেষদিকে এই আর্জেন্টিনার বিপক্ষেই অভিষেক হয় কুনহার। ম্যাচটি গোলশূন্য ড্র করে দু’দল। সেসময়ে স্মৃতিচারণ করে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের এই ফুটবলার যোগ করেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে শুরুর একাদশে (জাতীয় দলে) অভিষেক হওয়াটা ছিল জাদুকরী মুহূর্ত। এমন হাইভোল্টেজ ম্যাচ আরেকটি খেলতে পারা দারুণ কিছু এবং ভালো কিছু করতে আমি নিজের সেরাটা দিব। ব্রাজিল বনাম আর্জেন্টিনা স্বপ্নের মতো। এ লড়াই অন্যরকম গুরুত্ব বহন করে।’