ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

‘সফলতম দল’ আর্জেন্টিনার বিপক্ষে জয় খরা কাটাতে চান ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১২:২৬ অপরাহ্ন

mzamin

আগামীকাল ভোরে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এ ম্যাচের আগে প্রায় ৬ বছর ধরে সেলেসাওদের বিপক্ষে অপরাজিত আর্জেন্টাইনরা। সাম্প্রতিক সময়ে আলবিসেলেস্তেদের ‘বিশ্বের সফলতম দল’ আখ্যা দিয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানালেন, তার দল বুয়েনস আয়ার্সে জয়ের জন্যই যাবে।

দু’দলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র চোটের থাবায় নেই স্কোয়াডে। তবুও সুপার ক্লাসিকো নিয়ে উন্মাদনার কমতি নেই। যদিও সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা আর ব্রাজিলের অবস্থান দুই মেরুতে। স্বপ্নের কাতার বিশ্বকাপ শেষ করে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সবার উপরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে কোপা আমেরিকা, কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর আসন্ন বিশ্বকাপ বাছাইয়েও খুব ভালো অবস্থায় নেই ব্রাজিল।

আর্জেন্টিনার চেয়ে ৭ পয়েন্ট কমে তিনে সেলেসাওরা। নিজেদ্র মধ্যে সবশেষ ৪ দেখায় জিততে পারেনি সর্বোচ্চ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। হেরেছে ৩ ম্যাচে আর অন্যটি ড্র। মেসিদের বিপক্ষে নেইমারদের জয় খুঁজতে হলে যেতে হবে ২০১৯-এর জুলাইয়ে। কোপা আমেরিকার সেমিফাইনালে সেবার ২-০ গোলে জেতে ব্রাজিল। তবুও ম্যাচের আগে ব্রাজিলকে সমীহ করেই কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ব্রাজিল ভয়ঙ্কর প্রতিপক্ষ। একই সুর ব্রাজিল বসের গলাতেও।

আসন্ন ম্যাচকে নিয়ে দরিভাল বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন, সাম্প্রতিক সময়ে বিশ্বের সফলতম দল আর্জেন্টিনার মুখোমুখি হবো। আমরা সেখানে জয়ের জন্যই যাব। নিজেদের সেরা ফুটবল খেলতে এবং তাদের মাঠেই তাদের হারাতে আমরা চেষ্টা করব। তিনি যোগ করেন, ‘আমরা এমন এক দেশে বাস করি যারা সমালোচনা করতে ভালোবাসে। এটি মনে করি এটি দুর্ভাগ্যজনকই হবে। আমরা সমালোচনা করতে ভালোবাসি এবং প্রাপ্য সম্মান খুব একটা দেই না।’
আগামীকাল ভোর ৬টায় শুরু হবে দু’দলের মহারন।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status