খেলা
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৪:২৩ অপরাহ্ন

আর মাত্র কয়েক ঘণ্টা পর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। তবে এর আগে আজ সকালেই দুঃসংবাদ পেয়েছে হাভিয়ের কাবরেরার দল। চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার কাজেম শাহ।
ভিন্ন সূত্রে জানা গেছে, কাজেম পারফরম্যান্স নয় ইনজুরির জন্য ছিটকে গেছেন। কোচ ক্যাবরেরা অন্য এক ফুটবলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে কাজেমের ব্যথা (হ্যামস্ট্রিং) বেশি হওয়ায় শেষ পর্যন্ত মত বদলাতে হয়।
সাবেক ক্রিকেটার হালিম শাহ'র ছেলে কাজেম গত কয়েক মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলছেন। তার জন্ম বাংলাদেশে হলেও বেড়ে উঠা কানাডায়। শিলংয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার পর টিম হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে বাংলাদেশ দল রওনা হবে।