অনলাইন
কানাডার আসন্ন নির্বাচনে প্রভাব খাটাতে পারে ভারত ও চীন! স্পাই এজেন্সির দাবি ঘিরে শোরগোল
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

আগামী ২৮ এপ্রিল কানাডার সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করতে পারে ভারত ও চীন । পাশাপাশি রাশিয়া ও পাকিস্তানেরও তা করার সম্ভাবনা রয়েছে। এমনটাই দাবি করেছে গুপ্তচর সংস্থা 'কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)'। সংবাদ সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে খলিস্তানপন্থীদের নিয়ে বিবাদে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নেপথ্যে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনা। কানাডা দাবি করেছিলো এই খুনে ভারতের হাত থাকতে পারে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে দিল্লি। এই পরিস্থিতিতে সে দেশের নির্বাচনে ভারত নাক গলাতে পারে, কানাডিয়ান সিকিওরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের এই অভিযোগ তাৎপর্যপূর্ণ। এজেন্সির ডেপুটি ডিরেক্টর, ভেনেসা লয়েড বলেছেন যে ‘বিরোধী রাষ্ট্রগুলো কানাডার নির্বাচনে হস্তক্ষেপের জন্য কৃত্রিম মেধার ব্যবহার ক্রমশ বৃদ্ধি করছে।' তার মতে, কৃত্রিম মেধা ব্যবহার করে কানাডার আসন্ন নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে চীনের।
রয়টার্স অনুসারে, সিএসআইএস-এর ওই কর্মকর্তা বলেন, “কানাডার বিভিন্ন গোষ্ঠী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার মতো অভিপ্রায় এবং ক্ষমতা ভারতেরও রয়েছে বলে আমাদের নজরে এসেছে।” জানুয়ারিতে প্রকাশিত একটি সরকারী তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ২০১৯ এবং ২০২১ সালের কানাডার সাধারণ নির্বাচনেও চীন এবং ভারত হস্তক্ষেপের প্রচেষ্টা করেছিল, যদিও তা নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করেনি। কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার অভিযোগের পরে, কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে চরম কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। উভয় দেশই নিজ নিজ মিশনের প্রধান সহ একাধিক কূটনীতিককে বহিষ্কার করেছে। অটোয়াতে চীনা ও ভারতীয় কূটনৈতিক মিশন এখনও কানাডার নতুন করে তোলা অভিযোগের জবাব দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি শক্তিশালী ম্যান্ডেটের প্রয়োজনের কথা উল্লেখ করে নবনিযুক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ডাক দেন। কানাডায় ২৮ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
সূত্র : ইন্ডিয়া টুডে