অনলাইন
সেনাপ্রধানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৫ অপরাহ্ন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর ডেপুটি কমান্ডার লে. জে. জোয়েল বি. ভওয়েল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার এই সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ার এ মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।