বাংলারজমিন
মধ্যরাতে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি
বরগুনা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবারবরগুনায় সড়কে গাছ ফেলে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তিনটি যাত্রীবাহী বাস গতিরোধ করে। পরে ইমরান পরিবহনের একটি বাস থেকে ১২-১৫ জন যাত্রীর মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বরগুনা-বরিশাল-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, বেতাগী উপজেলার বরগুনা-বরিশাল সড়কের গলাচিপা নামক এলাকায় যাত্রী নামিয়ে চান্দখালী এলাকায় পৌঁছালে সামনে একটি লাবিবা পরিবহনের বাস ও কয়েকটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান গাড়ির চালক। এ সময় গাড়ির গতি কমিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ডাকাতরা চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করেন। এ সময় যাত্রীদের বিভিন্ন মালামালসহ মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেন। পরে খবর পেয়ে সড়কে টহলে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতি সম্পন্ন করার আগেই দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান ডাকাত সদস্যরা।
গাড়ির চালক মো. আয়নাল বলেন, ডাকাত সদস্যরা বাসের দরজার গ্লাস ভেঙে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ডাকাতের কবলে পড়া বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।