ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গাজীপুর সিটির সচিবের স্বাক্ষরে তোলপাড়

শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবার

গাজীপুর সিটি করপোরেশনের সচিব (যুগ্ম সচিব) নমিতা দে’র স্বাক্ষরিত শেখ মুজিবুর রহমানের নাম থাকা এক নোটিশ নিয়ে তোলপাড় চলছে। এ ঘটনায় সিটি করপোরেশনের এক কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
জানা গেছে, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ প্রার্থনা প্রসঙ্গে গত ২০শে মার্চ স্বাক্ষরিত একটি বিতর্কিত নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অবশ্য ওই নোটিশের পাশাপাশি অন্য একটি প্রাসঙ্গিক নোটিশও ছড়ানো হচ্ছে। জাতীয় দিবসটি উপলক্ষে নমিতা দে’র বিশেষ প্রার্থনা সংক্রান্ত একটি নোটিশে উল্লেখ রয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ওইদিন সুবিধাজনক সময়ে মন্দির/গির্জা/প্যাগোডায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা, দেশ ও উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে নমিতা দে বলেন, ওই নোটিশটি প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন তৈরি করে কয়েকটি কপি তার সই নিতে যান। গত বছরের কপির মতো তৈরি করা একটি কপিও সেখানে ছিল, তাড়াহুড়োর মধ্যে তিনি খেয়াল না করে অনেকগুলো চিঠির মধ্যে ওই চিঠিতেও সই করে ফেলেন। পরে স্মারক নম্বর ফেলার সময়ে ধরা পড়ে এবং সেটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলা হয়। ততক্ষণে কেউ দুষ্টুমি করে কপি করে রেখে দিয়েছে। যেটা এখন যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। ভুল চিঠিতে সই করিয়ে নেয়ার বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে শোকজ করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status