ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

এমসি একাডেমি’র ইফতারে ড.মোহাম্মদ এনামুল হক চৌধুরী

ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ও বিএনপি’র আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কোনোভাবেই জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্নমত থাকবে, আমরা বসবো, আলোচনা করবো। ঐক্য নষ্ট হয় এমন কিছু আমরা বলবো না। এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করবো, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। তিনি সোমবার গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপি’র উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপি’র উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দুলালের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন। ইফতার মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও ৩ সহস্রাধিক জনতা অংশ নেন। বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, জেলা বিএনপি’র উপদেষ্টা মহিউস সুন্নাহ নার্জিস, উপদেষ্টা হাসান এমাদ, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপি’র সভাপতি মশিকুর রহমান মহি প্রমুখ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status