বাংলারজমিন
এমসি একাডেমি’র ইফতারে ড.মোহাম্মদ এনামুল হক চৌধুরী
ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ও বিএনপি’র আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কোনোভাবেই জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্নমত থাকবে, আমরা বসবো, আলোচনা করবো। ঐক্য নষ্ট হয় এমন কিছু আমরা বলবো না। এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করবো, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। তিনি সোমবার গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপি’র উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপি’র উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দুলালের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন। ইফতার মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও ৩ সহস্রাধিক জনতা অংশ নেন। বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, জেলা বিএনপি’র উপদেষ্টা মহিউস সুন্নাহ নার্জিস, উপদেষ্টা হাসান এমাদ, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপি’র সভাপতি মশিকুর রহমান মহি প্রমুখ।