ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দৌলতপুরে বিএনপি নেতার কাছে ঘুষ নিয়ে জমি রেজিস্ট্রি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবার

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতার কাছ থেকে ঘুষ নিয়ে সাব রেজিস্ট্রার তার জমি রেজিস্ট্রি করেছেন এমন অভিযোগ এনে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার সোমবার দিবাগত রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া ‘নির্মম তবে তবে সত্য কথা (অভিজ্ঞতা)’ শিরনামে স্ট্যাটাস দিলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। বিএনপি নেতা তার স্ট্যাটাসে যা লিখেছেন হুবহু তুলে ধরা হলো- ‘নির্মম তবে সত্য কথা (অভিজ্ঞতা!) 
দৌলতপুর রেজিস্ট্রি অফিসে বড় কর্ত্তা চরম ঘুসখোর। আমার নিজ প্রয়োজনে (গাড়ি কিনেছি তার জন্য জমি বিক্রি করলাম। রেজিস্ট্রি করতে যেয়ে চরম ভোগান্তিতে পড়লাম এবং দেখলাম সকল মানুষের অসন্তোস এই জমি রেজিস্ট্রি নিয়ে। পরের ধাপে অবশ্য জিয়া ভাই সন্মানের সহিত আমার কাজটা করে দিয়েছে। কিন্তু বড় কর্ত্তা টাকার ভাগটা কিন্তু ছাড় দেননি। ঠিকিই নিয়েছেন। অথচ আমি দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে। বাংলাদেশে এত কিছু হচ্ছে আর এই লোকটা ওপেনে এভাবে দূর্নীতি করছে অথচ দেখার কেউ নাই!’ উল্লেখ্য, দৌলতপুর সাব-রেজিষ্ট্রার বোরহান উদ্দিন সম্প্রতি পার্শ্ববতী ভেড়ামারা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে ঘুষ নেওয়ার সময় ধরা পড়লে গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ জনতা তাকে অফিসে আটকিয়ে রাখে। পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় থানা পুলিশ তাকে উদ্ধার করে। দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে ভেড়ামারা উপজেলা প্রশাসন তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে দাখিল কররেও তিনি বহাল তবিয়তে ঘুষ বাণিজ্য অব্যাহত রেখেছেন।
 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status