বাংলারজমিন
মৌলভীবাজার সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে ঈদের জামাত হবে ৩টি
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারমৌলভীবাজার শহরের সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর টাউন ঈদগাহ মাঠে ঈদের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষে মৌলভীবাজার পৌরসভা বোর্ড রুমে ঈদগাহ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। সভায় উপস্থিত ছিলেন পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পৌরসভার তত্বাবধানে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬.৩০ টায় অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব ও বাংলাদেশ আনজুমানে আল ইসলার জেলা সভাপতি, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। ছানী ইমাম হিসাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) খতিব, জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের অধ্যক্ষ, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ। দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হইবে। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসা প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক। ছানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী। তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হইবে। তৃতীয় জামাতে ইমামতি করিবেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম এর মুহতামিম মুফতি মাওলানা শামছুজ্জোহা। ছানী ইমাম হিসাবে উপস্থিত থাকিবেন কাজিরগাঁও জামে মসজিদ খতিব মাওলানা ক্বারী মোঃ মুহাররম আলী। গণমাধ্যমকর্মীদের এই তথ্যটি নিশ্চিত করেছেন পৌর প্রশাসক ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ।