বাংলারজমিন
আমাদের মাইন্ডসেট তৈরি করা হয়েছিল ভারতে না গেলে ভাল চিকিৎসা পাওয়া যায় না: রিজভী
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারবিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার যতটুকু কাঠামো রয়েছে এসব যদি উন্নত করাসহ জবাবদিহিতার আওতায় আনা যেত তাহলে কোন রোগীকে ভারতে যেতে হত না। ক্রিকেটার তামিম ইকবালের ম্যাসিভ হার্টঅ্যাটাক হয়েছিল, সাভারের একটি হাসপাতালে তাকে রিং পরানো হয়েছে। এখন সে মোটামুটি সুস্থ্য। আমাদের মাইন্ডসেট তৈরি করা হয়েছিল ভারতে না গেলে ভাল চিকিৎসা পাওয়া যায় না।
মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাব আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যূত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আবু সাঈদের পরিবারের সাথে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড্যাব রংপুর মেডিকেল কলেজের সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদুল হক সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম, ইফতার কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ জাভেদ আখতার, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডনসহ অন্যরা।