বাংলারজমিন
বগুড়ায় বিএনপি নেতা রিপনের ইফতার মাহফিল
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারখালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সম্মানে বগুড়ার সোনাতলায় ইফতার মাহফিল করেন মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি নেতা মইদুল ইসলাম রিপন। সোমবার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মইদুল ইসলাম রিপন বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে তারেক রহমানও দেশের বাইরে। দেশের ক্রান্তিকালে তিনি দেশের বাইরে থেকেই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন। ফলে আমরা পুনরায় দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে পেরেছি। আজকের এই আয়োজন দেশের দুই গুণী রাজনীতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সম্মানার্থে করা হয়েছে।
তিনি বলেন, আমি জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই। সোনাতলায় ও সারিয়াকান্দি উপজেলার মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই। আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। এ সময় বক্তব্য রাখেন- সোনাতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশাসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।