ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

লন্ডনে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে বাংলাদেশ হাইকমিশন

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(১ সপ্তাহ আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১০:০৬ পূর্বাহ্ন

mzamin

লন্ডনে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। বাঙালি জাতির ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ও শোকাবহ এই দিনে, ১৯৭১ সালের ভয়াল গণহত্যায় শহীদদের স্মরণে হাইকমিশন এই কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে ২৫শে মার্চ বিকেলে হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। এরপর ১৯৭১ সালের গণহত্যা এবং জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর হাইকমিশনার আবিদা ইসলাম ২৫শে মার্চের ভয়াবহ গণহত্যার প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘২৫শে মার্চের গণহত্যা বিশ্ব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ রাতে বর্বর হত্যাযজ্ঞের মাধ্যমে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নির্মূল করার চেষ্টা হয়েছিল, যা শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামকে আরও তীব্র করে তোলে এবং  মুক্তিকামী জনগণের অদম্য চেতনা রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনে।’ 

তিনি আরও বলেন, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। 

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা গণহত্যা দিবসের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status