ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আর্জেন্টিনার কাছে চার গোল হজম

ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক চাকরি হারাতে পারেন কোচ

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবারmzamin

সবকিছু দুঃস্বপ্নের মতো কেটেছে ব্রাজিল ভক্ত-সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়দের জন্যও। আর্জেন্টিনার বিপক্ষে এক হালি গোল খাওয়ার লজ্জা লুকোতে পারছেন না কেউই। আগ বাড়িয়ে কথা বলে বিপদ ডেকে এনেছেন রাফিনহা নিজেই। ম্যাচের পর এ নিয়েও কম কথা হয়নি। বুয়েনস আয়ার্সে ৪-১ গোলে হারের পর ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনহোস। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে কোচ দরিভাল জুনিয়র। এ ম্যাচের পর তাকে বরখাস্ত করার দাবিও উঠছে।

বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) ম্যাচে বুধবার সকালে ব্রাজিলকে নিয়ে এক প্রকার ছেলেখেলা করে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে সফরকারীদের তটস্থ করে রাখে আলবিসেলেস্তেরা। স্বাগতিকদের ১২ শটের মধ্যে ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে দিশাহীন ব্রাজিলের একমাত্র লক্ষ্যের শটটিই গোল এনে দেয়। মাঠের বাইরে বড় বড় কথা বললেও মাঠে এসে তার কিছুই করতে পারেননি রাফিনহা। এর জন্য আর্জেন্টাইনদের থেকে তেতো কথাও শুনতে হয়েছে এই বার্সেলোনা ফরোয়ার্ডকে। মাঠের লড়াইয়ে এমন অসহায় আত্মসমর্পনের পর ভক্ত-সমর্থকদের সামনে মাথা নুইয়ে দিলেন অধিনায়ক মার্কুইনহোস। এদিন যা হলো, তার পুনরাবৃত্তি চান না এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তিনি বলেন, ‘এখনও খেলার রেশ রয়ে গেছে, এখনই কথা বলা কঠিন। তবে এটি বিব্রতকর। আমরা আজকে যা করেছি, তার পুনরাবৃত্তি করা যাবে না।’ সরাসরি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে এই পিএসজি ডিফেন্ডার বলেন, ‘আমাদের ম্যাচের শুরুটাই ছিল বাজে। আমরা যা করতে পারি, এটি ছিল এর গড়পড়তারও নিচে এবং ওরা (আর্জেন্টিনা দল) তো এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। ওরা জানে কীভাবে তীক্ষ্‌ণ ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে.. ক্ষমা প্রার্থনা করছি।’ অন্যদিকে সমালোচনার বলয় ঘিরে ধরে রেখেছে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়রকে। ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যমে তাকে ছাটাই করার দাবিও উঠেছে। দেশটির সর্বাধিক প্রচারতি সংবাদপত্রগুলোর একটি ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) দরিভালকে বরখাস্ত করার বিষয়ে আলোচনা করছে। তাদের নতুন কোচের পছন্দের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তি এবং নিজেদেরই সাবেক ফিলিপে লুইস। তবে সামনে রয়েছে ক্লাব বিশ্বকাপ এবং আনচেলোত্তির ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে। দু’জনই ক্লাব বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে আগামী জুনের পরে। যদিও সব দোষ কোচকেই দিচ্ছেন না মার্কুইনহোস। ৩০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান বলেন, ‘এটা শুধু কোচের ভুল নয়, ফুটবলারদেরও দায় আছে অনেক। ফুটবলে এমন রহস্যময় সূত্র নেই যে কিছু একটা বেছে নিলে তা কাজ করবে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। আমাদের সবাইকেই দায় ভাগাভাগি করে নিতে হবে। সময় ও পরিস্থিতি বুঝে পা মাটিতে রাখতে হবে।’

এদিনের হারের পর ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার চারে নেমে গেছে সেলেসাওরা। সমানসংখ্যক ম্যাচ ও পয়েন্টে তিনে উঠে এসেছে উরুগুয়ে। ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ইকুয়েডর। ৩১ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়েছে মাঠে নামার আগেই।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status