খেলা
আরেকবার মেসির হাতে বিশ্বকাপ, এঁকে দিলেন চুমু
স্পোর্টস ডেস্ক
(২২ ঘন্টা আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:১০ অপরাহ্ন

ফুটবল থেকে প্রাপ্তির আর কিছুই বাকি নেই লিওনেল মেসির। অধরা বিশ্বকাপটাও জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপে। এবার আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রচারণার শুরুতে ফিফার আয়োজনে আরেকবার বিশ্বকাপ ট্রফির সঙ্গে দেখা হলো এই আর্জেন্টাইন মহাতারকার। লাজুক চেহারায় আরেকবার এঁকে দিলেন চুমু।
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। মেসি বর্তমানে ইন্টার মিলানে খেলার কারণে সহজেই তাকে লস অ্যাঞ্জেলেসে পেয়ে যান আয়োজকরা। বাঁ হাতে বিশ্বকাপ ট্রফি ধরে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে পোস্ট করে এই আর্জেন্তাইন ফরোয়ার্ড লেখেন, ‘এটি খুবই বিশেষ শিরোপা, খুবই সুন্দর।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতালি ও জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো এবং ইয়ুর্গেন ক্লিন্সম্যান। মুখে লাজুক হাসি নিয়ে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন মেসি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার হাতে তুলে দেন বিশ্বকাপ ট্রফি। বাচ্চা যেভাবে আগলে রাখে, ঠিক সেভাবেই বিশ্বকাপকে আগলে রাখলেন কোলে। ইনফান্তিনো ট্রফিতে চুমু খেতে বললে ট্রফিটির মাথায় একবার হাত বুলিয়ে চুমু এঁকে দেন সর্বোচ্চ ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। করতালির রোল পড়ে যায় চারপাশে। ঠিক যেন ২০২২-এর ১৮ই ডিসেম্বর ফিরে গেল সবকিছু। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে জয়ের পর মঞ্চে উঠে এভাবেই প্রথমে বিশ্বকাপের মাথায় হাত বুলিয়ে চুমু খান মেসি। লস অ্যাঞ্জেলসে তার সঙ্গে ছিলেন তার ভক্ত ও এনএফএলের দল কানসাস সিটি চিফের ফুটবলার প্যাট্রিক মাহোমেস। মেসি ও মায়োমেসকে সামনে রেখে জানতে চাওয়া হয়, আমেরিকান ফুটবল কঠিন কি না। মাহোমেস উত্তর দেন, ‘আমাকে অতটা দৌড়াতে হয় না, এটি ভালো দিক।’ সঙ্গে সঙ্গেই চওড়া হাসি দেখা যায় মেসির মুখে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল (কনমেবল) থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কোচ লিওনেল স্কালোনি বলেছেন, সিদ্ধান্ত শেষ পর্যন্ত মেসিরই। ইন্টার মায়ামির হয়ে আগামীকাল সকালে মাঠে নামবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে খেলবে হাভিয়ের মাশচেরানোর ছেলেরা।