খেলা
নতুন মেয়াদে বাংলাদেশকে ‘নতুন উচ্চতায়’ নিতে চান সিমন্স
স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। সে পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব থাকছে ফিল সিমন্সের ওপরেই। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থেকে যাবেন সিমন্স। নতুন মেয়াদে টাইগারদের নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেছেন এই সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট দরের প্রধান কোচের দায়িত্ব নেন সিমন্স। দেশের মাটিতে দু’টি টেস্ট হেরে শুরু হয় তার অধ্যায়। এখন পর্যন্ত ৩ সংস্করণের ক্রিকেট মিলিয়ে সিমন্সের অধীনে ১৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে জয় ৫টিতে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে লাল সবুজের প্রতিনিধিরা। এর বাইরে ৪ টেস্ট ম্যাচে একটি ও ওয়ানডেতে ৮ ম্যাচে জিতেছে একটিতে। শেষ বৈশ্বিক ইভেন্ট চ্যাম্পিয়ন ট্রফিতে হতশ্রী পারফর্মেন্স উপহার দেয় সিমন্সের বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় স্বাগতিক পাকিস্তানের সঙ্গে ম্যাচ। এই টুর্নামেন্ট দিয়েই শেষ হয় সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ। নতুন চুক্তি পেয়ে সবাইকে সঙ্গে নিয়ে দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা শোনান এই ৬১ বছর বয়সী কোচ। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে থাকা প্রতিভা অস্বীকার করার সুযোগ নেই। আমি বিশ্বাস করি আমাদের একসঙ্গে মিলে বড় কিছু অর্জনের সম্ভাবনা আছে। সামনের সময়ের জন্য মুখিয়ে রয়েছি।’ তিনি যোগ করেন, ‘একসঙ্গে মিলে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে আমরা বিশেষ কিছু অর্জন করতে পারব।’ নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সিমন্স বলেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশ দলের সঙ্গে আমার সময়টা ছিল দারুণ ফলপ্রসূ। এই দলটির প্রাণশক্তি, নিষ্ঠা ও দক্ষতা সত্যিই অসাধারণ। এই ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে পেরে আমি উচ্ছ্বসিত।’
পাঠকের মতামত
সময়ই বলে দিবে তিনি সফল হবেন কিনা। সিমন্স ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক পাওয়ার হিটিং দলের সময়কার খেলোয়াড়। ফাস্ট মিডিয়াম বোলার আর মোটামুটি মানের ব্যাটার ছিলেন । বাংলাদেশ দলে তার অভিজ্ঞতার সাথে সাথে হার্ড হিটিং প্রাকটিস করানো ইংলিশ/অস্ট্রেলিয়ান/নিউজিল্যান্ড থেকে আনা বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ও লাগবে।