ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ওসাসুনার বিপক্ষে রাফিনহা-আরাউহোকে পাচ্ছে না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৩ অপরাহ্ন

mzamin

ব্যাপারটা অনুমেয়ই ছিল। এবার নিশ্চিত করলেন হান্সি ফ্লিকও। স্প্যানিশ লা লিগায় আজ ওসাসুনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না রাফিনহা ও রোনাল্ড আরাউহো। আন্তর্জাতিক দায়িত্ব সেরে তরিঘরি করে বার্সেলোনার পথ ধরা এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিবেচনায় রাখছেন না কাতালান বস।
শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে গোলশূন্য ড্রয়ের দিন চোটের কারণে উরুগুয়ে দলের বাইরে ছিলেন ডিফেন্ডার আরাউহো। এই ম্যাচ শেষ হবার ঘন্টা দুয়েক পর আর্জেন্টিনার ঘরের মাঠে পুরোটা সময় খেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। তাড়াহুড়ো করে দুজনের বার্সেলোনায় ফেরার কারণটা এই লা লিগার ম্যাচ। তবে বিশ্রামহীন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে চান ফ্লিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা খেলবে না। ওদের দীর্ঘ ফ্লাইট ছিল আর এটি রিকভারের সেরা উপায়ও নয়। রোনাল্ড (আরাউহো) সবশেষ ম্যাচে খেলেনি। তবে ওর চোটের পর অনুশীলন করতে পারাটা ভালো কিছু। রোববার কী পরিস্থিতি দাঁড়ায় আমরা দেখব। আমাদের ৩ পয়েন্টের জন্য লড়তে হবে। যদি কাল (আজ) জিততে পারি তবে খুব ভালো হবে।’ তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি থাকছেন না শুরুর একাদশে। এ প্রসঙ্গে এই জার্মান কোচ বলেন, ‘(শুরুর একাদশে) পাউ কুবারসি খেলবে কি না? না। এরিক (গার্সিয়া) ও ইনিগো (মার্টিনেজ) খেলবে। পাউ বেঞ্চে থাকবে। ওকে আমাদের প্রয়োজন। আমি মনে করি বাড়তি দুই বা তিন দিনের বিশ্রাম ওর জন্য ভালো।’ সামনের ২০ দিনের মধ্যে ৭ ম্যাচ খেলতে হবে স্প্যানিশ জায়ান্টদের। এই ব্যস্ত সূচিতেও প্রস্তুত থাকবে ফ্লিকের শিষ্যরা। ৬০ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমি স্টাফ এবং ফিজিওদের সঙ্গে কথা বলেছি। খেলোয়াড়দের কীভাবে স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়, এ নিয়ে আমরা আলোচনা করেছি। ওরা বলেছে যে, খেলোয়াড়েরা প্রস্তুত এবং প্রতি ৩ দিনে খেলা ওদের জন্য অনেক বেশি নয়। ওদের এই মতামতের ওপর আমার বিশ্বাস আছে। দেখা যাক কী হয়।’ 
ম্যাচটিকে বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এই কারণে যে, সমানসংখ্যক ৬০ পয়েন্ট বার্সার পরেই দুইয়ে রিয়াল মাদ্রিদ। তবে অল হোয়াইটরা কাতালানদের চেয়ে একটি বেশি ২৮ ম্যাচ খেলেছে। সুতরাং, আজকের ম্যাচে জয় তুলে নিয়ে বার্সেলোনার শীর্ষস্থানটা আরও পোক্ত হবে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status