ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

প্যারিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৯ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে মার্চ বুধবার বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব আইয়ুব আলী ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়াস্পোরা সেলের সদস্য ইশতিয়াক আকিব বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন দুতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।

মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই ২০২৪-এ শাহাদত বরণকারী ছাত্র-জনতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

তিনি বলেন, একটি বৈষম্যবিরোধী এবং সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে সাধারণ ছাত্র-জনতার অভীষ্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাকে ভূলুণ্ঠিত করার জন্য দেশের স্বার্থ বিরোধী নানাবিধ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। একইসাথে তিনি সকল প্রবাসীকে রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে বৈধ পথে অব্যাহতভাবে রেমিট্যান্স প্রেরণের বিষয়ে উদ্বুদ্ধ করেন।
এর আগে সকালে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত সকলকে নিয়ে মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status