ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আরচারি কমিটি নিয়ে দিনভর নাটক

স্পোর্টস রিপোর্টার
২৮ মার্চ ২০২৫, শুক্রবার

ক্রীড়াঙ্গনে এক পদে দুই মেয়াদের বেশি নয়, এমন ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার সেই ঘোষণা বেশিরভাগ ফেডারেশনের ক্ষেত্রেই কার্যকর হয়। বিশেষ করে অনেক বছর ধরে সাধারণ সম্পাদক পদে ছিলেন এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। ভলিবল থেকে আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল থেকে আসাদুজ্জামান কহিনুর, কুস্তির তাবিউর রহমান পালোয়ানকে কমিটিতেই রাখা হয়নি। ব্যতিক্রমীভাবে ভারোত্তোলনের সহসভাপতি মহিউদ্দিন আহমেদকে করা হয় ওই ফেডারেশনের সভাপতি। স্কোয়াশের সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয় কামরুল ইসলামকে। এবার বাংলাদেশের আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হলো কাজী রাজীব উদ্দীন চপলকে। যদিও আরচারি ফেডারেশনের কমিটি নিয়ে আপত্তি আছে সার্চ কমিটির। ক্রীড়া ফেডারেশনে যোগ্য ব্যক্তিদের পদায়ন এবং সুষ্ঠ নীতিমালা তৈরিতে গঠিত এই কমিটির সকলে গতকাল পদত্যাগও করতে চেয়েছিলেন। কমিটির আহবায়ক জোবায়দুর রহমান রানা বলেন, ‘আমাদের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই জাতীয় ক্রীড়া পরিষদ আরচারির কমিটির প্রজ্ঞাপণ দিয়েছে। এর আপত্তি জানিয়ে আজ (গতকাল) আমরা পদত্যাগ করে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। কিন্তু ক্রীড়া মন্ত্রনালয় থেকে আমাদের জানানো হয়েছে আরচারির প্রজ্ঞাপন পত্যাহার করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছি।’ গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে তিনটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। আরচারিতে চপল বহাল থাকলেও খো খো সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল ও বেসবল সফট বলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে অ্যাডহক কমিটির কোনো পদেই রাখা হয়নি। বাংলাদেশ আরচারি প্রতিষ্ঠা চপলের হাত ধরেই। ২০০২ সালে শুরু থেকেই তিনি এর সাধারণ সম্পাদক। ২০০৬ সালে সরকারের স্বীকৃতি পায় আরচারি। ২৩ বছর ধরে টানা সাধারণ সম্পাদক পদে থাকা চপলকে আবারও দায়িত্ব দেওয়ার পেছনে তার সাফল্যকেই দেখা হয়েছে বলে মনে করছেন অনেকে। চপলের ধারণা, তার সাংগঠনিক দক্ষতাই বিবেচনায় নেওয়া হয়েছে। যদিও অন্তবর্তীকালীন সরকার তাকে এই পদে রাখবে কি না তার নিজের মনেই সংশয় ছিল। তবে যাদের নিয়ে তিনি সাফল্য পেয়েছেন তাদের ৯০ ভাগই আর নেই কমিটিতে। আনিসুর রহমান দিপু, ফারুক ঢালিরা নেই অ্যাডহক কমিটিতে, যারা অনেক বছর শ্রম দিয়েছেন আরচারিতে। ১৯ জনের কমিটিতে ৪-৫ জন আছেন যাদের কাজী রাজীব চেনেন না। তবে তিনি সবাইকে নিয়ে কাজ করবেন বলে আশাবাদ জানিয়েছেন। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কমিটির চূড়ান্ত করে। এরপর তা শুধু প্রকাশ করে এনএসসি। ৫৩টি ফেডারেশন/ অ্যাসোসিয়েশনের মধ্যে এ পর্যন্ত ২৪টির অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এখানে আপত্তি জানিয়ে সার্চ কমিটি প্রধান রানা বলেন, ‘আমরা আরচারির কমিটি সর্ম্পকে অবগত নই। এটা আমাদের না জানিয়ে দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে পদত্যাগ করতে চেয়েছিলাম। পরে কমিটি স্থগিত হওয়ার কথা বললে আমরা সিদ্ধান্ত থেকে সড়ে এসেছি।’ তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত আরচারি কমিটির প্রজ্ঞাপন প্রত্যাহারের কোন প্রজ্ঞাপন পাওয়া যায়নি। যার চূড়ান্ত অনুমোদনে কমিটি আলোরমুখ দেখে  সেই সচিব মো. আমিনুল ইসলামও বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, ‘মন্ত্রণালয় থেকে তার কাছে যে আদেশ এসেছে, সেটা তিনি পালন করছেন। এরপরে তিনি আর কোনো নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পাননি।’ এদিকে খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে মীর কাইসার সাদিক সজীব, যার নামের পাশে লেখা ব্যবসায়ী, সাবেক খেলোয়াড়, সংগঠক। এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ এইচ এম জিয়াউল হক। বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন তালহা জুবায়ের, যার নামে পাশে লেখা জাতীয় দলের সাবেক খেলোয়াড়, কোচ ও সংগঠক। সভাপতির দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আফজালুর রহমান।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status