ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ঢাকা প্রিমিয়ার লীগ

ব্যাটে-বলে শীর্ষে বিজয়-রাকিবুল

স্পোর্টস রিপোর্টার
২৮ মার্চ ২০২৫, শুক্রবারmzamin

ঢাকা প্রিমিয়ার লীগের অষ্টম রাউন্ড শেষে ঈদের বিরতিতে গিয়েছে দলগুলো। আগামী ৬ই এপ্রিল নবম রাউন্ড শুরু হবে এই টুর্নামেন্টের। এর আগে প্রথম ৮ রাউন্ড শেষে ব্যাটিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের এনামুল হক বিজয়, প্রাইম ব্যাংকের নাঈম শেখরা দাপট দেখিয়েছেন। বল হাতে দাপট দেখিয়েছেন স্পিনাররা। আবাহনীর রাকিবুল হাসান, মোহামেডানের তাইজুল ইসলামরা আছেন শীর্ষ তিনে। দলীয় পারফর্মেন্সে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত শুরু পেয়েছে আবাহনী লিমিটেড। ৮ ম্যাচে ৭ জয়ে শীর্ষে থেকেই ঈদ কাটাবেন দলটির ক্রিকেটাররা। সমান ম্যাচে সমান ৬টি করে জয় নিয়ে ২ নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ৩ নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। চলুন দেখে নেওয়া যাক ব্যক্তিগত পারফর্মেন্সে কারা আছেন শীর্ষ পাঁচে- 

ব্যাটিং
এনামুল হক বিজয় (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
লীগের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়া বিজয়ের এবারে ডিপিএলের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। তবে এরপর টানা ৬ ম্যাচে তার ব্যাট থেকে রান হয়েছে বন্যার মতো। এর মধ্যে ৩টি ফিফটি ও ২টি সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস এসেছে মোহামেডানের বিপক্ষে ১৪৩ বলে ১৪৯ রান। সবমিলিয়ে ৮ ম্যাচে ৫৩০ রান নিয়ে সবার শীর্ষে গাজীর এই অধিনায়ক। গড় ৮৮.৮৩ আর স্ট্রাইক রেট ৯৯.৮১।

নাঈম শেখ (প্রাইম ব্যাংক)
জাতীয় ক্রিকেট লীগ টি-টোয়েন্টি, বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পর ঢাকা প্রিমিয়ার লীগেও ফর্ম ধরে রেখেছেন নাঈম শেখ। এবারের ডিপিএলে প্রথম ৮ রাউন্ড শেষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯১ রানের মালিক তিনি। ২ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ১ ফিফটি। আসরের সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসও এসেছে তার ব্যাট থেকেই (ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে)। গড় ৭০.১৪ আর স্ট্রাইক রেট ১২২।

ইমরুল কায়েস (অগ্রণী ব্যাংক)
এই তালিকায় ৩ নম্বরে আছেন অগ্রণী ব্যাংকের অধিনায়ক ইমরুল কায়েস। ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৩০ রান। যেখানে আছে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি। সর্বোচ্চ ১১৬ রান করেছেন প্রাইম ব্যাংকের বিপক্ষে

পারভেজ হোসেন ইমন (আবাহনী)
৪১৩ রান নিয়ে এই তালিকায় চার নম্বরে আছেন আবাহনী ক্লাব লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন। ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন জাতীয় দলের এই ওপেনার। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলেছেন ১২৬ রানের সর্বোচ্চ ইনিংস। গড় ৬৮ আর স্ট্রাইক রেট ৯০।

নুরুল হাসান সোহান (ধানমণ্ডি স্পোর্টস ক্লাব)
এই তালিকার পাঁচ নম্বরে আছেন নুরুল হাসান সোহান। ৮ ম্যাচে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়কের সংগ্রহ ৪০১ রান। সেঞ্চুরি দুটি আর ফিফটি একটা। শাইনপুকুরের বিপক্ষে খেলেছেন সর্বোচ্চ ১৩২ রানের ইনিংস। 

বোলিং-
রাকিবুল হাসান (আবাহনী)
এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। ধানমন্ডির বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নেওয়া আবাহনীর এই স্পিনারের সেরা বোলিং ফিগার।

তাইজুল ইসলাম (মোহামেডান)
১৬ উইকেট নিয়ে এই তালিকায় দুই নম্বরে মোহামেডানের তাইজুল ইসলাম। ব্রাদার্সের বিপক্ষে ৩১ রানে ৪ উইকেট এই বাঁহাতি স্পিনারের সেরা বোলিং।

আরাফাত সানি (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)
এই তালিকায় ৩ নম্বরে থাকা প্রাইম ব্যাংকের আরাফাত সানির শিকার ১৪ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২২ রানে ৩ উইকেট তার সেরা পারফর্মেন্স।

আসাদুজ্জামান পায়েল (গুলশান ক্রিকেট ক্লাব)
১৪ উইকেট নিয়ে যৌথভাবে ৩ নম্বরে আছেন গুলশান ক্রিকেট ক্লাবের পেসার আসাদুজ্জামান পায়েল। ৫৩ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার।

মোহাম্মদ আবু হাসিম (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
এই তালিকায় ৫ নম্বরে আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের আবু হাসিম। ৮ ম্যাচে তার শিকার ১৩ উইকেট। প্রাইম ব্যাংকের বিপক্ষে ১২ রানে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status