প্রবাস
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
মালদ্বীপ প্রতিনিধি
(৬ দিন আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ৫:০৭ অপরাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো বিএনপি মালদ্বীপ শাখা। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ই মার্চ) ২০২৫ মালদ্বীপের রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। মালদ্বীপ বিএনপি সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মদক্ষতার উপর তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলটির মালদ্বীপ শাখার সহ সভাপতি শাহ্ আলাম, এমরান হোসেন তালুকদার ,মো. মুক্তার হোসেন, এরশাদ মোল্লা,সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম,রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের সভাপতি আক্তার হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন