প্রবাস
নতুন ঠিকানায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন
আরিফুল ইসলাম, মালয়েশিয়া
(৬ দিন আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আগামী ৭ এপ্রিল ২০২৫ থেকে হাইকমিশনের কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে।
নতুন চ্যান্সারি ভবনটি অবস্থিত নং-৮, লোরং ইয়াপ ক্বান সেং, ৫০৪৫০, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পূর্বের ঠিকানা পরিবর্তন করে এই নতুন স্থানে সমস্ত কনস্যুলার কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষ সকল প্রবাসী বাংলাদেশিদের উল্লিখিত নতুন ঠিকানায় আসার অনুরোধ জানিয়েছে।
নতুন ঠিকানায় হাইকমিশনের কার্যক্রম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিম্নোক্ত যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে:
ফোন: ৬০৩-২৬০৪ ০৯৪৬ / ৪৮ / ৪৯
ফ্যাক্স: ৬০৩-২৬০৪ ০৯৩৪ / ২৬০৪ ০৯৩৫
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: https://kualalumpur.mofa.gov.bd
বাংলাদেশ হাইকমিশন কর্তৃক দেওয়া গুগল ম্যাপ লোকেশন লিংক:
https://maps.app.goo.gl/RjCLXQazJKrTLggV9?g_st=aw
হাইকমিশন কর্তৃপক্ষ সকল প্রবাসীদের নতুন ঠিকানায় যথাযথ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।