ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প সিলেটে

স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ ২০২৫, শনিবারmzamin

ঈদের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সিরিজের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ১১ই এপ্রিল। প্রথম টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ক্যাম্পটি। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। 
তবে ক্যাম্পে স্কোয়াডের বাইরে অতিরিক্ত খেলোয়াড় বা কোচ রাখার সম্ভাবনা কম। ঢাকা প্রিমিয়ার লীগ চলমান থাকায় শুধু শুধু কাউকে এনে বসিয়ে রাখতে চান না নির্বাচকরা। তারা চান সবাই যেন খেলার মধ্যে থাকে। এ প্রসঙ্গে নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক দৈনিক মানবজমিনকে বলেন, ‘এ বিষয়ে সত্যি বলতে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। তবে আমরা চেষ্টা করবো যাদের সর্বোচ্চ সুযোগ আছে শুধু তাদেরই স্কোয়াডে রাখতে। ঢাকা প্রিমিয়ার লীগ চলছে, তো একটা খেলোয়াড়কে এনে বসায় রাখলে সে ও তার ক্লাব দুটোই সাফার করবে। আর যেহেতু দেশেই খেলা, যখন তখন দরকার হলে যে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবো। এ কারণে অহেতুক কাউকে নিতে চাই না।’ 
ঈদের ছুটিতে যাওয়ার আগে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। গত ২৫শে মার্চ অষ্টম রাউন্ড শেষে ঈদের বিরতি দেওয়া হয় এই টুর্নামেন্টে। ছুটি শেষে আগামী ৬ই এপ্রিল মাঠে ফিরবে ডিপিএল। ফলে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এর আগে ডিপিএলে আরও অন্তত ৩টি ম্যাচ খেলতে পারবেন। তবে লিটন কুমার দাস ও রিশাদ হোসেন কেউই আর লীগে কোনো ম্যাচ খেলবেন না। দুজনই পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলার জন্য বিসিবি’র অনাপত্তিপত্র পেয়েছেন। পুরো টুর্নামেন্টই খেলতে পারবেন তারা। একই কারণে জিম্বাবুয়ে সিরিজে লিটনকে পাবে না বাংলাদেশ। আর নাহিদ রানা প্রথম টেস্টের পর উড়াল দেবেন পাকিস্তানে।
বাংলাদেশ সর্বশেষ লাল বলের ক্রিকেট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয় দীপপুঞ্জে সিরিজের প্রথম টেস্ট হারলেও পরের ম্যাচ জিতে সিরিজ ড্র করে টাইগাররা। চোটের কারণে ওই সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। দুজনই জিম্বাবুয়ের বিপক্ষে থাকছেন। 
মুশফিক না থাকায় ঐ সিরিজে ডাক পান মিডল অর্ডার ব্যাটার শাহাদাৎ হোসেন দীপু। মুশফিক ফিরলেও টিকে যেতে পারেন তিনি। কারণ, মুশফিক ফিরলেও থাকছেন না লিটন। এই উইকেটরক্ষক-ব্যাটারের জায়গায় দীপুকে রেখে দিতে পারেন নির্বাচকরা। তবে প্রশ্ন থাকছে, তাহলে কিপিং করবেন কে! মুশফিক এখন আর টেস্টে কিপিং করেন না। আর জাকের আলীর কিপিং নিয়ে খুব একটা ভরসা নেই টিম ম্যানেজমেন্টের। এ বিষয়ে নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এটা ভিতরের বিষয়, বলা যাবে না এখন! আর স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। কেউ তো একজন করবে, সেটা বসে ঠিক করতে হবে।’ 
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ই এপ্রিল ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। এরপর তারা সরাসরি চলে যাবে সিলেটে, যেখানে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৮শে এপ্রিল দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। 
চিরচেনা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এখন শূন্যতা। ঢাকা প্রিমিয়ার লীগে ঈদের বিরতি দেওয়া হয়েছে, মাঠে ফিরবে ৬ই এপ্রিল। পুরুষ ক্রিকেটাররা এরই মধ্যে ছুটি কাটাতে কেউ বাড়ি গেছেন, কেউ ঢাকাতে প্রস্তুতি নিচ্ছেন। নারী ক্রিকেটারদের ছুটি শুরু হবে আজ থেকে। তিনদিনের ছুটি পাচ্ছন তারা। আগামী ৩রা এপ্রিল বিশ্বকাপ কোয়ালিফাইং খেলতে পাকিস্তান যাবে নিগার সুলতানা জ্যোতির দল। ছুটি শেষে ২ই এপ্রিল রিপোর্ট করবেন তারা। যুব দলের ক্রিকেটাররা ছুটি পেয়েছেন এক সপ্তাহ। ছয় ওয়ানডে খেলতে এপ্রিলে অনূর্ধ্ব-১৯ দল যাবে শ্রীলঙ্কায়। তাদের ক্যাম্প চলছিল রাজশাহী এবং বগুড়াতে।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status