খেলা
লম্বা ভ্রমণের পরেও দ্যুতিময় হামজা, শেফিল্ডকে তুললেন শীর্ষে
স্পোর্টস ডেস্ক
(৪ দিন আগে) ২৯ মার্চ ২০২৫, শনিবার, ৩:৫৫ অপরাহ্ন

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকে আলো ছড়িয়েছেন ঠিকই, তবে প্রত্যাশিত জয় পাওয়া হয়নি হামজা চৌধুরির। ইংল্যান্ড ফিরে গিয়ে এবার ক্লাবের দায়িত্বটাও দুর্দান্তভাবে সামলেছেন এই টাইগার ফুটবলার। ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে শুক্রবার যখন ৮৯ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়ছিলেন, তখন তার উদ্দেশ্যে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দেয় উপস্থিত ভক্ত-সমর্থকরা। কভেন্ট্রির বিপক্ষে ৩-১ গোলে জিতে তালিকার শীর্ষে উঠে এসেছে শেফিল্ড।
ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচ খেলতে গত ১৭ই মার্চ সকালে বাংলাদেশে আসেন হামজা চৌধুরি। প্রথম লেগের ম্যাচ শেষ করে ২৬শে মার্চ দেশে ফেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার রাতেই ফেরার কথা থাকলেও পরে ফ্লাইটের সময় পরিবর্তনের কারণে পরিবার-পরিজনসহ এক রাত রাজধানীতে কাটান ২৭ বছর বয়সী ফুটবলার। পরদিন বৃহস্পতিবার সকালে উড়ে যান ইংল্যান্ডে।
গুগলের তথ্যমতে, ঢাকা থেকে ম্যানচেস্টারের সবচেয়ে দ্রুতগামী ফ্লাইটও পৌঁছাতে সময় লাগে প্রায় সাড়ে ১৩ ঘন্টা। অর্থাৎ বাংলাদেশি সময় বৃহস্পতিবার রাতেই ইংল্যান্ড পৌঁছান হামজা। এরপর শুক্রবার রাতেই শেফিল্ড ইউনাইটেডের হয়ে নামেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। অর্ধেক দিনেরও বেশি সময়ের ভ্রমণের পর ২৪ ঘন্টার মধ্যেই খেলতে নেমে যান হামজা। তাতে কী? ঢেকি তো স্বর্গে গিয়ে ধানই ভাঙবে। হলোও সেটি। ঘরের মাঠ ব্রামাল লেনে ম্যাচের শুরু থেকেই দ্যুতি ছড়ায় শেফিল্ড। ১৯তম মিনিটে গ্যাস হ্যামারের দারুণ এক ফ্রি কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। ১১ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল।
বিরতির পর মাঠে ফিরে ৬০তম মিনিটে তৃতীয় গোলটি করেন রাহিয়ান ব্রুস্টার। যোগ করা সময়ে ইংলিশ কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল এক গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমায়। এদিন দুর্দান্ত ছিলেন হামজা চৌধুরি। আক্রমণ ও রক্ষণভাগের সঙ্গে দারুণ সংযোগ গড়ে দেন তিনি। বক্সের বাইরে থেকে তার নেয়া একটি শট অল্পের জন্য জালে জড়াইনি। তবে হামজার কাজটা মোটেই গোল করা নয়। তার জায়গায় তিনি ছিলেন অনন্য। ম্যাচে ৪৮বার বল স্পর্শ করা হামজা ৩টি পাস দিয়েছেন ফাইনাল থার্ডে। দু’টি ট্যাকেলের জিতেছেন দু’টিতেই। তিনটি ডুয়োলের মধ্যেও দু’টিতে জেতেন এফএ কাপ জয়ী এই ফুটবলার। ম্যাচে দুর্দান্ত একটি ব্লকও করেন তিনি। ফুটবলভিত্তিক পোর্টাল ফুটবম তাকে এই ম্যাচের জন্য ৭.৫ রেটিং করেছে। ৮৯তম মিনিটে যখন বদলি খেলোয়াড় হিসেবে উঠে যাচ্ছিলেন, তখন তুমুল করতালিতে তাকে বিদায় জানায় দর্শকরা। ৩৯ ম্যাচে ২৬ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৩ পয়েন্টে সবার উপরে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। পরের ম্যাচ আগামী ৫ই এপ্রিল, অক্সফোর্ড ইউনাইটেডের মাঠে।