খেলা
সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তামিমের স্ত্রী
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, রবিবারচারদিন পর শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর কেপিজে ও এভারকেয়ার হাসপাতালে সেবা নিয়ে এখন অনেকটাই সুস্থ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল। ফেসবুক পোস্টটিতে আয়েশা লেখেন, ‘আল্লাহ্র অশেষ রহমতে তামিম এখন আগের থেকে অনেকটা ভালো আছে এবং আমরা তাকে বাসায় নিয়ে এসেছি। যারা দোয়া করেছেন এবং ওই সময়টাতে ওর পাশে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে যারা বার্তা পাঠিয়েছেন, তাদের উত্তর দিতে পারিনি বলে দুঃখিত। তামিমের প্রতি এত ভালোবাসা ও যত্ন দেখানোর জন্য আমরা পুরো পরিবার অত্যন্ত কৃতজ্ঞ।’ এর আগে মঙ্গলবার হার্ট অ্যাটাকের দিনই তামিমের হার্টে রিং পরানো হয়। অনেকটা সুস্থ হয়ে উঠলেও এখনো শতভাগ শঙ্কা কাটেনি। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। বাসায় থাকতে হবে বিশ্রামে। কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে।