খেলা
দরিভাল বরখাস্ত আবার আনচেলোত্তির পেছনে ছুটবে ব্রাজিল!
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, রবিবার
দরিভাল জুনিয়রকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার আগে মূলত কার্লো আনচেলোত্তির পিছনেই ছুটছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কিন্তু এই ইতালিয়ান কোচ তখন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন। ফলে অনেকটা বাধ্য হয়েই দরিভালকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু দেশি এই কোচের অধীনে ব্রাজিল ফুটবল দলের অবস্থা যেন হয়ে উঠেছে লেজেগোবরে। সর্বশেষ বুধবার বিশ্বকাপ বাছাইরের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় সেলেসাওরা। এরপর শুক্রবার রাতে এক বিবৃতিতে দরিভালকে ছাঁটাইয়ের খবর জানায় সিবিএফ। বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।’ ২০২৪ সালে ব্রাজিল দলের দায়িত্ব নেন দরিভাল। কার্লো আনচেলোত্তিকে না পেয়ে এই ব্রাজিলিয়ানকে নিয়োগ দেয় সিবিএফ। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং সাও পাওলোর হয়ে সাফল্য থাকায় তাকে নিয়ে আশাবাদী ছিলেন সমর্থকরা। ২০২২ সালে ফ্লামেঙ্গোর কোচ হিসেবে দরিভাল কোপা লিবারতাদোরেস এবং ব্রাজিলিয়ান কাপ জেতেন, পরের বছর সাও পাওলোর হয়ে এই শিরোপা আরও একবার জেতেন তিনি। তবে, তিনি কখনোই জাতীয় দলের চাকরির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেননি এবং ব্রাজিলের চাহিদাপূর্ণ ভক্তদের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন, কারণ তিনি ১৬টি ম্যাচের মধ্যে মাত্র ৭টি ম্যাচ জিতেছেন। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেন দরিভাল। সেই শেষ, এরপর আর তার অধীনে উল্লাসের উপলক্ষ খুব একটা পায়নি ব্রাজিল সমর্থকরা। গত বছর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হেরে বাদ পড়ে ব্রাজিল। তখন থেকেই সমালোচনার মুখে পড়েন দরিভাল, এবার আর্জেন্টিনার বিপক্ষে হেরে চাকরি হারালেন তিনি। ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ১৬ ম্যাচ দায়িত্ব পালন করেছেন ৬২ বছর বয়সী দরিভাল। যেখানে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২টি ম্যাচে হেরেছে ব্রাজিল। ১৪ ম্যাচে ৬ জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চার নম্বরে আছে ব্রাজিল। ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা আর্জেন্টিনা লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে বিশ্বকাপের পরের আসরে খেলা। আগামী বছরই বিশ্বকাপ। এর আগে এখন কোনো দলই নতুন কোচ নিয়োগ দিতে চায় না। কিন্তু ব্রাজিলের অবস্থা এতটাই বাজে হয়ে গিয়েছে যে সেটাও করতে বাধ্য হয়েছে সিবিএফ। তাহলে এখন প্রশ্ন, বিশ্বকাপের আগে দরিভালের উত্তরসূরি কে হবেন। গোল ডট কম জানাচ্ছে, সিবিএফ এখনো আনচেলোত্তির প্রেমে মজে আছে। তারা আশা করছে আগামী জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে যাবেন এই ইতালিয়ান কোচ। যদিও আনচেলোত্তি কোচিং ক্যারিয়ারে কখনো কোনো জাতীয় দলের দায়িত্ব নেননি।
এদিকে অনেকদিন ধরেই গুঞ্জন ভাসছে যে, রিয়ালে এটাই শেষ মৌসুম আনচেলোত্তির। এমনকি বার্নাব্যুতে কে হবেন তার উত্তরসূরি, এ নিয়েও আলোচনা চলছে অনেক দিন ধরে। তবে এবারো যদি আনচেলোত্তি ব্রাজিলের প্রস্তাব ফিরিয়ে দেন তাহলে বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের কোচ জর্জ জেসুস দায়িত্ব নিতে পারেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।