খেলা
এবার নেপালকে সামলাবেন বাংলাদেশের সাবেক কোচ
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৫, রবিবার
নেপাল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন স্টুয়ার্ট ল। নামটা পরিচিতই লাগার কথা। ২০১২ এশিয়া কাপে এই অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটারের অধীনেই প্রথমবার বড় কোনো আসরে ফাইনালে খেলে বাংলাদেশ। সেবার ব্যক্তিগত কারণ দেখিয়ে চলে যাওয়ায় তার মেয়াদটা দীর্ঘ হয়নি। এবার আগামী দুই বছরের জন্য তাকে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
দেশটির ক্রিকেট বোর্ড গত মাসে জানায়, কোচ মন্টি দেসাইয়ের সঙ্গে চুক্তি নবায়ন করছে না তারা। এরপরই স্টুয়ার্টকে বেছে নিলো সিএএন। বাংলাদেশ জাতীয় দল বাদে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও কাজ করেছেন এই সাবেক অজি ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান দলেও কাজ করেন তিনি। নিজ দেশের ক্রিকেটে তাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন ভূমিকায়। জাতীয় দলের ব্যাটিং পরামর্শক, যুবা দলের কোচ ছাড়াও সেখানকার সেন্টার অব এক্সিলেন্সে কাজ করেছেন এই ৫৬ বছর বয়সী সাবেক ক্রিকেটার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে তিনি কাজ করেছেন দুই দফায়। প্রথমবার ২০১৬ যুবা বিশ্বকাপে ছিলেন দলের পরামর্শক। সেবার আসরে তৃতীয় হয় যুবা টাইগাররা। তখন পর্যন্ত সেটিই ছিল দলের সেরা সাফল্য। এরপর ২০২২-এ ফেরেন দলের মূল কোচ হিসেবে। তার অধীনেই গত বছর যুবা বিশ্বকাপে খেলে লাল সবুজের প্রতিনিধিরা। পরে তিনি দায়িত্ব নেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচের। সেখানে গিয়ে চরম সাফল্যের মুখ দেখেন তিনি। তার অধীনেই বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ঐতিহাসিক সাফল্য পায় যুক্তরাষ্ট্র। এরপর সবাইকে চমকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রাখে স্টুয়ার্টের দল। আগামী জুনে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নতুন দলে অভিষেক হবে তার। সিরিজের অন্য দল নেদারল্যান্ডস।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ ওয়ানডে ও একটি টেস্ট খেলেছেন স্টুয়ার্ট ল। দেশের ঘরোয়া ক্রিকেট ও ইংল্যান্ডের কাউন্টিতে রানের জোয়ার ভাসিয়েও লাভ হয়নি তার। কেননা তখন অস্ট্রেলিয়ার টেস্ট দল এটাই শক্তিশালী ছিল যে, তার সুযোগ হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০.৫২ গড়ে ৭৯ সেঞ্চুরিতে স্টুয়ার্টের ব্যাট থেকে এসেছে ২৭ হাজারের বেশি রান। ২০ সেঞ্চুরিতে প্রায় ১২ হাজার রান করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে।