খেলা
মেসির রেকর্ড এখন গ্রিজমানের
স্পোর্টস ডেস্ক
(৩ দিন আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ১২:৩৪ অপরাহ্ন
.jpeg)
২০২১ সালে লা লিগা ছাড়েন লিওনেল মেসি। এর ৪ বছর পর গতকাল তার রেকর্ড ভাঙলেন আতোয়ান গ্রিজমান। বিদেশি ফুটবলার হিসেবে এখন লা লিগার সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তিটি অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলারের দখলে।
গতকাল লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে অ্যাটলেটিকো। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের ৬৩ এবং অ্যাতলেটিকোর পয়েন্ট ৫৭
এই ম্যাচ দিয়ে লা লিগায় ৫২১তম ম্যাচ খেলে ফেললেন ৩৪ বছর বয়সী এই গ্রিজমান। এই ম্যাচে নামার আগে লা লিগায় যৌথভাবে সর্বোচ্চ ৫২০টি ম্যাচ খেলার রেকর্ড ছিল গ্রিজমান ও মেসির। গতকাল বার্সেলোনার সাবেক তারকাকে ছাড়িয়ে গেলেন গ্রিজমান।
বিদেশি ফুটবলার হিসেবে গ্রিজম্যান ও মেসির পর লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে পরের অবস্থানে আছেন ব্রাজিলের দোনাতো গামা (৪৬৬), ফ্রান্সের করিম বেনজেমা (৪৩৯), ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ (৪৩৮) এবং ব্রাজিলের দানি আলভেজ (৪৩৬)।