প্রবাস
মালয়েশিয়ায় টপ ফিফটি এশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছেন তিন বাংলাদেশি
আরিফুল ইসলাম, মালয়েশিয়া
(১ সপ্তাহ আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ৪:৫৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি পেলেন টপ ফিফটি এশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাদের এ স্বীকৃতি দেয়া হয়। গত ৫ এপ্রিল রাজধানী কুয়ালালামপুরের মাই টাওয়ার হেটেলের বলরোমে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন এশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের আয়োজকরা। এ ছাড়া অনুষ্ঠানে ১১ টি দেশের মনোনীতদেরও বিভিন্ন ক্যাটাগরিতে স্ব-স্ব অবদানের জন্য দেওয়া হয় এ অ্যাওয়ার্ড। এক্সিলেন এন্ড এনোভেশন এন্ড রিসার্চে অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মার্কেটিংয়ের অধ্যাপক ড. এ. কে. এম আহসানুল হক, আউটষ্ট্যান্ডিং একাডেমিশিয়ানে অ্যাওয়ার্ড পেয়েছেন, কুয়ালালামপুরের পেরদানা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনের এসোসিয়েট প্রফেসর ড. নাজমুল হাসান মাজিজ এবং এক্সসিলেন্স ইন জার্নালিজমে অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির।