ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

নিউ ইয়র্কে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ৫:৫৫ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের আয়োজন করে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেলের অফিস। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল নাজমুল হুদা। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশ নেন।

সভায় রাষ্ট্রদূত মুশফিক গত ১৫ বছর প্রবাসে সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন বাধাবিপত্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘হোয়াইট হাউজে সাংবাদিক হিসেবে যেন কাজ না করতে পারি সেজন্য মরিয়া ছিল পতিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনার বড় বড় মন্ত্রীরা আমার পেশাগত কাজের প্রতিবন্ধকতায় জাল বুনেছিল। এমন কি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমার বিরদ্ধে স্টেট ডিপার্টমেন্টে চিঠি লিখেছিল।’

পতিত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে শত শত সাংবাদিককে নির্যাতনের দৃষ্টান্তগুলো তুলে ধরেন মুশফিক। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে অবশ্যই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। নির্বাচিতদের হাতে শাসনভার হস্তান্তর বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব। এ জন্য অন্তবর্তীকালীন সরকারকে সাহায্য করতে হবে।’ দেশে ও বিদেশে আওয়ামী সরকারের নির্যাতনের বিবরণ তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিল্লূর রহমান জিল্লু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, কামাল পাশা বাবুল, মোশাররফ হোসেন জসিম ভূঁইয়া, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, মাকসুদুল এইচ চৌধুরী, মোতাহার হোসেন, রাশেদ রহমান, নাসিম আহমেদ, বাচ্চু মিয়া, হাবিবুর রহমান হাবিব, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, মূলধারার রাজনীতিক এটর্নি মঈন চৌধুরী, জাস্টিস সোমা সাঈদ, জাহাঙ্গীর সরওয়ার্দী, বদিউল আলম, সেলিম রেজা, মাযহারুল ইসলাম মিরন, তরিকুল ইসলাম মিঠু, আহমেদ সোহেল, সাইফুর রহমান খান হারুন, মৃধা মোহাম্মদ জসিম, মনির হোসেন, অনিক রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status