বাংলারজমিন
লালমোহনে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক
লালমোহন (ভোলা) প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবারভোলার লালমোহন উপজেলায় মাদকসেবনে বাঁধা দেওয়ায় মো. মোসলেহ উদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। তবে এখনো গ্যাং লিডারকে আটক করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাট এলাকার মো. সালাউদ্দিনের ছেলে মো. সিয়াম, মোসলেহ উদ্দিনের ছেলে মো. সাকিব, মো. শাহাবুদ্দিনের ছেলে মো. রনি এবং মো. খোকনের ছেলে মো. পারভেজ।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গত শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাট এলাকায় মোসলেউদ্দিন নামে এক যুবককে বেধড়ক মারধর করে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এদের অবস্থান নির্ণয় করে গ্যাং নিবারণের লক্ষ্যে তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃত কিশোর গ্যাংয়ের ওই ৪ সদস্যকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত গ্যাং লিডারকেও আটকের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।