বাংলারজমিন
ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যুর পর মায়েরও মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৫, সোমবারচট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের হাতে রক্তাক্ত হন মা ও ছোট ভাই। গত বৃহস্পতিবার উপজেলায় ভূজপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মো. মাছুম (৩৫) মারা যান। এবার গতকাল সকাল সাড়ে ১১টায় মা জুলেখা খাতুন (৫৫) মারা গেছেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জায়গা বিক্রির টাকা নিয়ে ও জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে ধারালো রামদা দিয়ে নিজ ছোট ভাই মাছুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে আহত মা ও ভাইকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। কেউ আইনগত ব্যবস্থা নিতে রাজি না হওয়ায় আমরা নিজেরাই বাদী হয়ে ঘাতক ইয়াসিনের বিরুদ্ধে মামলা করবো।
পাঠকের মতামত
আহারে! ঘাতক ইয়াছিন কিন্তু পরিবারের বড় ছেলে। কত আশা নিয়ে তাকে মাদ্রাসায় পড়িয়েছিল তার মা-বাবা। ভেবেছিল এই ছেলে তাদের জন্য পরকালে নাজাতের উছিলা হবে। সেই বড় ছেলে বড় হবার পর কেনই বা বাবা মায়ের ভালবাসা থেকে এতদূরে চলে যায়? কিসে ইয়াছিনকে মায়ের কাছে এত পর করে দিল?