অনলাইন
শীতবস্ত্র খুলে আমেরিকার বিমানবন্দরে ভারতীয় তরুণীকে হেনস্তা! তল্লাশি করলেন পুরুষ কর্মীরা
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন ভারতীয় তরুণী। তাকে আলাস্কার অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে আমেরিকান কর্তৃপক্ষ আট ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রেখেছিল। কোনোমতে দেশে ফিরে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন তরুণী উদ্যোগপতি শ্রুতি চতুর্বেদী। জানা গেছে, আলাস্কার আঙ্কোরেজ বিমানবন্দর থেকে বিমান ধরার কথা ছিল তার। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে শ্রুতির ব্যাগে ছিল একটি পাওয়ার ব্যাংক। সেই নিয়েই সমস্যা। বিমানবন্দরের কর্মীরা বলেন, ওই পাওয়ার ব্যাংকটি সন্দেহজনক। তারপরেই অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রুতিকে।
মার্কিন পরিবহন সুরক্ষা প্রশাসন (টিএসএ) এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংকগুলো অবশ্যই ক্যারি-অন ব্যাগেজে বহন করতে হবে, চেক করা লাগেজে নয়।
চতুর্বেদী বলেছেন যে, তার পাওয়ার ব্যাংকটি ক্যারি-অন ব্যাগেই ছিল। গোটা প্রক্রিয়া সঠিক থাকলেও কেন এই হেনস্থা সেই প্রশ্ন তুলে আমেরিকার পুলিশ এবং এফবিআই-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রুতি। তার অভিযোগ, তার শীতের পোশাক খুলে নেয়া হয়। প্রবল ঠান্ডা ঘরে আটকে রাখা হয়েছিল তাকে। এমনকি আট ঘণ্টা ধরে এই অবস্থায় থাকার পরেও শৌচাগার ব্যবহার করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ, তিনি নারী হওয়া সত্ত্বেও তল্লাশি করেন পুরুষ পুলিশ কর্মী। তবে, সেই চেকিং ক্যামেরার মাধ্যমে হয়েছে। শ্রুতির অভিযোগ, অতক্ষণ আটকে রাখা হলেও তাকে একটা ফোনও করতে দেয়া হয়নি। তার মোবাইল ফোন ও টাকার ব্যাগও নিয়ে রেখে দেয়া হয়েছিল। আর এই হেনস্থার জেরে তিনি ফ্লাইট ধরতে পারেননি বলে অভিযোগ করেছেন। টানা ৮ ঘণ্টা হেনস্তার পরে ছেড়ে দেয়া হয় শ্রুতিকে। কিন্তু ততক্ষণে ভারতে ফেরার বিমান তিনি মিস করেছেন।
অকারণে কেন এভাবে লাঞ্ছিত হতে হল- এমন প্রশ্ন তুলেছেন শ্রুতি। নিজের পোস্টে ট্যাগ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে। শ্রুতি চতুবের্দীর প্রোফাইলের তথ্য অনুযায়ী আলাস্কায় ঘুরতে গিয়েছিলেন তিনি। আলাস্কায় নানা জায়গায় ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন। উল্লেখ্য, এর আগে বহুবার মার্কিন বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয়রা।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
পাঠকের মতামত
ওদের প্রধান মন্ত্রী নাকি বিশ্বগুরু , কিন্ত আমেরিকা কে সিংহ এর মত ভয় পায়