ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ফেসবুক থেকে পাওয়া

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশির মৃত্যুর পর রাস্তায় ফেলে রাখলো রুমমেটরা

নিজস্ব প্রতিনিধি, মালয়েশিয়া

(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় কর্মরত এক বাংলাদেশি শ্রমিক মোস্তফা ভূঁইয়ার মৃত্যুর পর এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছায়াগাঁও গ্রামের এই প্রবাসী গতকাল সেলাঙ্গর রাজ্যের কেলাং এলাকায় মৃত্যুবরণ করেন।

কামরুল হাসান সজীব ও মনির মিজি নামিয় ফেসবুকের সূত্রে জানা গেছে, মোস্তফা ভূঁইয়া অবৈধ অভিবাসন পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। মৃত্যুর পর তার রুমমেটরা তার মরদেহ ও একটি ব্যাগসহ কেলাংয়ের একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ অমানবিক ঘটনার খবরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট সকলকে মানবিকতার দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিশেষভাবে কেলাং এবং এর আশপাশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে- মরদেহের সৎকার এবং পরিবারের সঙ্গে যোগাযোগে সহযোগিতা করার জন্য। কেউ যদি মোস্তফা ভূঁইয়ার পরিবার বা আত্মীয়স্বজনকে চিনে থাকেন, তাহলে দয়া করে অবিলম্বে তাদের কাছে এই সংবাদটি পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে।

এ ধরনের ঘটনা প্রমাণ করে, প্রবাস জীবনের নানা চ্যালেঞ্জ ও সংকটে একে অপরের পাশে দাঁড়ানো কতটা জরুরি। মানবিকতা ও সহমর্মিতাই প্রবাসীদের প্রকৃত শক্তি-এটি যেন আবারও মনে করিয়ে দিল মোস্তফা ভূঁইয়ার করুণ বিদায়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status