অনলাইন
গুগলের বিরুদ্ধে ৬৬০ কোটি ডলারের মামলা করলো যুক্তরাজ্য
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার বৃটেনের কমপিটিশন অ্যাপিল ট্রাইব্যুনালে এই ক্লাশ অ্যাকশন মামলা করা হয়। বেশ কয়েকশত বাবসা প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করেন প্রতিযোগিতা বিষয়ক আইন বিশেষজ্ঞ অর ব্রুক। প্রযুক্তি জায়ান্ট গুগল প্রতিযোগিতাহীন পরিবেশ তৈরি করে গুগল তাদের বিজ্ঞাপনমূল্য ইচ্ছেমতো নির্ধারণ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান।
অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, গুগল ইচ্ছাকৃতভাবে তাদের সার্চ ইঞ্জিনে এমন ফিচার ও কার্যকারিতা যুক্ত করেছে, যা তাদের নিজস্ব বিজ্ঞাপনসেবাকে প্রতিযোগীদের তুলনায় বেশি সুবিধা দিয়েছে।
মামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে গুগল । মামাটিকে অনুমানমূলক বলে আখ্যায়িত করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, ইউরোপ থেকে গুগলকে অতীতেও এরকম মামলা করা হয়েছিল এবং বড় অংকের জরিমানাও গুনেছে কোম্পানিটি। গুগল অবশ্য এই মামলাকেগুলোকে সুযোগসন্ধানী মামলা বলে দাবি করেছে।