ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

থানা থেকে ছিনিয়ে নেয়া আসামি ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

নাটোর ও লালপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

নাটোরের লালপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নেয়ার পর অভিযান চালিয়ে তাকেসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার দুপুরে লালপুর থানাধীন ২নং পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট মোড় থেকে লালপুর থানার ওসি নাজমুল হক এবং অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করেছেন। রুবেল লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ছাড়া গত রাতে লালপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। অন্য আটককৃতরা হলো- রুবেলের বোন রূপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) ও কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা ও যুবদল নেতা মাসুদ রানা। এর আগে গত রাতেই আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। লালপুর থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে লালপুর থানা থেকে রুবেলকে ছিনিয়ে নেয় বিএনপি’র নেতাকর্মীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ই ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলের সমর্থকরা থানায় এসে তাকে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় পুলিশ ছেড়ে দিতে অসম্মতি জানালে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন,?? যারা বিএনপি’র নাম ব্যবহার করে এই কাজ করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এ ঘটনায় পুলিশের গাফিলতি আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এবং আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, আসামিদের নাটোর থানা হেফাজতে রাখা হয়েছে। লালপুর থেকে মামলার কাগজপত্র আসলে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।
আসামি ছিনতাইয়ের ঘটনায় ওসিসহ প্রত্যাহার ৪
এদিকে থানা হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় লালপুর থানার ওসিসহ ৪ জনকে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃতরা  হলেন- ওসি মো. নাজমুল হক, এ এস আই সাথী খাতুন, কনস্টেবল লতিফা খাতুন ও রাজিব। 
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশনা জারি করেছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও নুরুল্লাপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে আবু রায়হান সুইট (৩০) কে প্রধান আসামি করে ৩৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১২০ জনসহ মোট ১৫৮ জনকে আসামি করে বাগাতিপাড়া থানার এসআই মানিক কুমার চৌধুরী লালপুর থানায় মামলা দায়ের করে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status