বাংলারজমিন
রাঙ্গামাটিতে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৫
রাঙ্গামাটি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবাররাঙ্গামাটিতে সাবেক পৌর কাউন্সিলরসহ ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে রাঙ্গামাটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু রয়েছেন বলে নিশ্চিত করেছেন থানা কর্তৃপক্ষ। টিটুকে বুধবার বিকালে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পিটিশন মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর সিআর সাধারণ পরোয়ানা জারি ছিল। এ ছাড়া, বাকি আসামিরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় ছয় মাসের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফি হাসান ওরফে পিয়েল (২৪), কোতোয়ালি থানার আসামি সাইফুল ইসলাম (৩০), আজিজুল ইসলাম প্রকাশ ওরফে বাবলা (১৪) ও হাসিনা আক্তার। তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, রাঙ্গামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশে ও সোর্সের মাধ্যমে পলাতক আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে। তার মধ্যে জিআর সাজা একটি, জিআর নরমাল একটি ও বাকি তিনটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রতিবেদককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুরো শহর জুড়েই ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।